আপিলেও কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল চায় শেরপুরবাসী
শেরপুর প্রতিনিধি : ‘যিদিন কামরুজ্জামানের ফাঁসির সাজা অইছিল, ওই দিন বুহে থাইক্কা পাত্তর চাপা কষ্টডা কিছুডা নামছিল। হাইকোর্টও ওর ফাঁসি চাই। মনে বড় আশা, মরবার আগে আমার স্বামী ও পুলারে যারা মারছে সেই তাগোরে ফাঁসি দেইখ্যা মরবার চাই।’ শাড়ীর আঁচলে চোখ মুছতে মুছলে কথাগুলো বলেন শহীদ খেজুর আলীর স্ত্রী জরিতন বেওয়া। একাত্তুরে তার স্বামী, সন্তান-স্বজনসহ পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা করা হয়। তিনি যুদ্ধদিনের স্মৃতি রোমন্থন করে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার স্বামীরে ঘর থেইক্যা টাইন্যা লইয়্যা আইয়্যা উডানে ফালাইয়্যা ছয়ডা গুলি করে। গুলি খাইয়্যা পানি চাইলে আরেকটা গুলি করে। ওই গুলিতে উডানেই তার জীবন যায়। পরে আমার সোনা মানিক বুকের ধন হাশেমরে ধইর্যা নিয়্যা বাপের লাশের উফরে ফালাইয়্যা গুলি করে।
এর পর আমার দেওররে ধইর্যা নিয়্যা বন্দুকের নল দিয়্যা কেচাইতে থাহে, পরে মুহের ভিতরে বন্দুক দিয়্যা গুলি করে। তহনি তার পরান বাইরইয়্যা যায়।’ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা শেরপুরের আলবদর সংগঠক কামারুজ্জামানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হওয়ায় শত কষ্টের মাঝেও এই স্বামী-সন্তান-স্বজনহারা বিধবার চোখে আনন্দাশ্রু ঝরেছে। এবার আপিল বিভাগের রায়েও তিনি তার ফাঁসির রায় বহাল রাখার দাবী জানিয়েছেন। তার মতোই আপিল বিভাগেও কামারুজ্জামানের ফাঁসির রার বহাল থাকবে বলে প্রত্যাশা করছেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবারের বিধবা ও শহীদ স্বজনরা সহ শেরপুরবাসী।
শহীদ ফজর আলীর স্ত্রী জবেদা বেওয়া বলেন, যারা আংগর বেডাইনরে (পুরুষ মানুষ) মারছে, ওগর নেতা কামরুজ্জামানের ফাঁসির সাজা কতা হুইন্না আংগর কইলজাডা তাও ইট্টু জুড়াইছিল। অহন আফিলেও ওর ফাঁসি চাই।‘ সেদিনের সেই হৃদয় বিদারক হত্যাকান্ডের কথা জানতে চাইলে বুক চাপড়াতে চাপড়াতে কান্নায় ভেঙ্গে পড়েন শহীদ জসিমুদ্দিনের স্ত্রী বিধবা নুরে মান বেওয়া, বিধবা সমলা বেওয়া ও করফুলি বেওয়া। তারা বলেন, পাকবাহিনীরাতো আর আমগর এলাকা চিনতো না। রেজাকার-আলবদররাইতো তাগরে পথ দেহাইয়া এই গেরামে মুক্তি আছে কইয়া আনছে, ম্যাছাকার করছে। আমগরে বিদুফা (বিধবা) করছে, স্বামী-সন্তান হারা করছে। কামরুজ্জামান আছিল ওগরে নিডার (নেতা)। অক্তের (রক্তের) বদলে কামরুজ্জামানের অক্ত (রক্ত) নেওয়ার ফাঁসির সাজাই আমরা চাই। শহীদ ছফির উদ্দিনের দুই ছেলে জালাল উদ্দিন ও আলাল উদ্দিন বলেন, কামরুজ্জামানের ফাঁসি ছাড়া আর কোন সাজা নাই। ্আমরা অপেক্ষায় আছি, কহন কামরুজ্জামানের ফাঁসি হয়।
১৯৭১ সালের ২৫ জুলাই বর্বর পাকিন্তানি বাহিনী গণহত্যা চালায় জেলা শহর শেরপুর থেকে প্রায় ৩০ কি. মি. দুরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে। সেদিন পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদরদের ৬ ঘন্টার তান্ডবে ওই গ্রামের ১৮৭ জন পুরুষ শহীদ হন। এদিন ভোরে পাকবাহিনী সোহাগপুর গ্রামের ক্ষেতে-খামারে ও ঘরে ঘরে ঢুকে নির্মমভাবে হত্যা করে নিরীহ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষদের। সেই থেকে গ্রামটির নাম পাল্টে হয়ে যায় ‘বিধবা পল্ল¬ী’। তৎকালীন ইসলামী ছাত্রসংঘের নেতা আলবদর সংগঠক কামারুজ্জামানের নির্দেশে সোহাগপুর গ্রামে এ গণহত্যা সংগঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালে এই সোহাগপুরে মানবতাাবরোধী অপরাধের ঘটনায় জামায়াত নেতা কামারুজ্জামানকে ফাঁসির রায় দেওয়া হয়।
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা মুদিপাড়া এলাকার বাসিন্দা জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান। এই কামারুজ্জামানের এক সময়ের সহচর আত্মস্বীকৃত আলবদর শহরের নয়ানী বাজার আলবদর টর্চার ক্যাম্পের পাহারাদার মোহন মিয়া ওরফে মহন মুন্সী বলেন, আমি মুক্তিযুদ্ধে যাবার চাইছিলাম। কিন্তু কামরুজ্জামান আমার জীবনডারে ধ্বংস কইরা দিছে। ওই আমারে ধইরা নিয়া আলবদর ক্যাম্পের পাহারাদার বানাইছে। আমার জীবনডারে যি ধ্বংস করছে, আমি ওর শেষ দেকপার চাই। কাদের মোল্লার ফাঁসি দেকছি। অহন কামরুজ্জামানের ফাঁসিও দেইক্কা মরবার চাই।
এদিকে, শহীদ গোলাম মোস্তফার ভাই মোশাররফ হোসেন, সেক্টর কমান্ডারস ফোরম শেরপুর জেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, কামারুজ্জামানের মামলার সাক্ষী বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী বলেছেন, আশা করছি কামারুজ্জামানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফাঁসির রায় আপিল বিভাগেও বহাল থাকবে। বারবার ফাঁসিই তার জন্য উপযুক্ত সাজা। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের রায়ে গত বছরের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদন্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ৬ জুন খালাস চেয়ে কামারুজ্জামান আপিল করেন।
(এইচবি/অ/নভেম্বর ০২, ২০১৪)
পাঠকের মতামত:
- সাফজয়ী নারী ফুটবলারদের কোটি টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয়
- ছাত্রদের অভিযোগে রেলওয়ের পাকশী বিভাগের ২ কর্মচারী বরখাস্ত
- চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান
- সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকা সফর করবেন মার্কিন কর্মকর্তারা
- নতুন দায়িত্ব পেলেন আইন উপদেষ্টা
- গলায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- আরও ৫ সংস্কার কমিশন গঠন করছে সরকার
- বিসিএস পরীক্ষায় ৪ বার অংশ নেওয়া যাবে
- সোনারগাঁয়ে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
- বাগেরহাটে সরকারি প্রজনন খামারে ১৮ মহিষের রহস্যজনক মৃত্যু
- যশোরেশ্বরী কালী মন্দিরে মুকুট চুরি মামলায় সঞ্জয়-পারুলের জামিন নামঞ্জুর
- কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক আব্দুল গাফ্ফার
- রাজবাড়ীতে ডিসি ও ২ উপজেলায় ইউএনও নেই
- মহম্মদপুরে যুবদল নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন
- খাদ্য বান্ধব কর্মসূচির দুই ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ছে 'বাতিঘর আদর্শ পাঠাগার'
- মোহাম্মদপুরে বাড়ির ছাদে জবাই করে হত্যার ভাইরাল ভিডিওটি সত্য নয়
- সালথায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের মানববন্ধন
- চীন সফরে যাচ্ছেন রিজভীসহ বিএনপির ৪ নেতা
- সুবর্ণচরের কৃষি প্রণোদনার উদ্বোধন
- ময়মনসিংহে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- জামিনে বাড়ি ফিরে দুই বংশের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক, নিহত ১
- ইঁদুর বিভিন্ন রোগের বাহক : কৃষিবিদ তিলক ঘোষ
- যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামি বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেফতার
- নদী বেষ্টিত টাঙ্গাইলে পানের সফল ফলন
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
- ৭ই মার্চ উপলক্ষে সুবর্ণচর উপজেলা প্রশাসনের আলোচনা সভা
- শিবপুরে মার্সেলের এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন
- চকরিয়ায় শেখ হাসিনা বই মেলা শুরু হচ্ছে কাল
- বাইডেনের হাত ধরে দরিদ্র দেশের ভ্যাকসিন সহায়তায় নামছে যুক্তরাষ্ট্র
- সালথায় জাকের পার্টির কর্মী সভা
- গণতন্ত্র বিকাশে সবচেয়ে বড় বাধা বিএনপি : কাদের
- ‘অ্যাভাটার’ ট্রেন্ডে পুরো ফেসবুক সয়লাব
- ভারতে রেকর্ড সংক্রমণের দিনে ১০২১ মৃত্যু
- ফরিদপুরের কারাগার ও আদালতে নিরাপদ নয় সত্যজিৎ
- বঙ্গবন্ধুকে নিয়ে কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে নাটক
- জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা
- সিংগাইরে ৭২ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন
- নড়াইলে গাছ কাটাকে কেন্দ্র করে আপন দুই ভাই খুন
- সিঁধ কেটে নবজাতক চুরি
- শীতলা প্রতিমার স্বর্ণের চোখসহ দান বাক্সের টাকা চুরি
- সংকটে বন্ধ চিকিৎসা
- ডুব দেরে মন কালী বলে
- গৌরনদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা