E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কামারুজ্জামানের ফাঁসি দাবিতে শাহবাগে জাগরণের অবস্থান

২০১৪ নভেম্বর ০২ ২০:০১:৫৬
কামারুজ্জামানের ফাঁসি দাবিতে শাহবাগে জাগরণের অবস্থান

স্টাফ রিপোর্টার : রাতে শাহবাগে অবস্থান নিয়েছে জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দাবিতে সন্ধ্যা থেকেই শাহবাগে অবস্থান নেয় জাগরণ মঞ্চ। রাত ১০টা পর্যন্ত তারা সেখানে অবস্থানের ঘোষণা দেন। পরে আবার সোমবার সকাল থেকে রায় হওয়ার আগ পর্যন্ত তারা আবার অবস্থান করবে।

আজ রবিবার সন্ধ্যা পৌনে ছয়টায় জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব তথ্য জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে আবার শাহবাগে এসে পৌঁছায়।
ইমরান এইচ সরকার বলেন, চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে হামলা করে শিবির ধৃষ্টতা দেখিয়েছে। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একই সাথে সারাদেশব্যাপী শিবিরের যে ঘাঁটি আছে, বিশেষ করে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অভিযান চালিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। যাতে প্রগতিশীল কোনো সংগঠনের ওপর হামলা করে নাশকতা না করতে পারে।

তিনি আরও বলেন, কামারুজ্জামানের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ আজ রাত ১১টা পর্যন্ত শাহবাগে অবস্থান করবে। আশা করি অপিল বিভাগে পূর্বের রায় বহাল থাকবে এবং তা দ্রুত কার্যকর করা হবে।

(ওএস/এটিআর/নভেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test