E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঢাকা সিটি নির্বাচন

ঢাকা দক্ষিনে স্থগিত ৩ কেন্দ্রের ভোট সোমবার

২০১৫ মে ১০ ২২:১৬:০০
ঢাকা দক্ষিনে স্থগিত ৩ কেন্দ্রের ভোট সোমবার

স্টাফ রিপোর্টার : সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে স্থগিত তিন কেন্দ্রে সোমবার (১১ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার ইসির উপ সচিব সামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৮ এপ্রিল ডিএসসিসি নির্বাচনে অনিয়মের কারণে ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-১), ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (কেন্দ্র নম্বর-২) ও ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-৩) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা।

সামসুল আলম জানান, ওই তিন কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলোর ভোটগ্রহণের পরই জানা যাবে ৮ নম্বর, ৩৪ নম্বর ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কারা হচ্ছেন।

ইসির প্রকাশিত গেজেট থেকে জানা গেছে, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-১) ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন দুই হাজার ২শ’ ৮৩ জন। সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (কেন্দ্র নম্বর-২) ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২শ’ ২৮ জন। এছাড়া জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-৩) ভোটকেন্দ্রের মোট ভোটার এক হাজার ৮শ’ ১৫ জন।

৮ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৩৪ নম্বর ওয়ার্ডে আট জন ও ৫৩ নম্বর ওয়ার্ডে ১০ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পর্যবেক্ষক নিয়োগ

তিন কেন্দ্রের এ নির্বাচনে সরকারি পরিচালক পর্যায়ের তিন কর্মকর্তাকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে ইসি। কোনো অনিয়নম চোখে পড়ার সঙ্গে সঙ্গে তারা রিটার্নিং কর্মকর্তা, সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবহিত করবেন। বিশেষ পর্যবেক্ষক হিসেবে তারা পর্যবেক্ষণ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেবেন।

কেন্দ্রে থাকবে ৩০ জনের ফোর্স

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য তিন কেন্দ্রে আগের চেয়ে কয়েকগুণ বেশি ফোর্স মোতায়েন থাকবে। এক্ষেত্রে ভোটকেন্দ্র পুলিশ ও আনসারের ৩০ জনের ফোর্স থাকবে। এদের মধ্যে ১৮ জনের হাতে থাকবে অস্ত্র। এছাড়া প্রতি ভোটকেন্দ্রের জন্য পুলিশের তিনটি ও র‍্যাবের তিনটি মোবাইল টিম নিয়োজিত থাকবে।

অনিয়ম তদন্ত কমিটি

এদিকে স্থগিত তিন কেন্দ্রের অনিয়মের কারণ খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করছে নির্বাচন কমিশন। কমিটি দোষী বা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

(ওএস/পিএস/মে ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test