E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সিটি নির্বাচন

স্থগিত হওয়া তিন কেন্দ্রেই আ.লীগ প্রার্থী জয়ী

২০১৫ মে ১১ ২০:০২:৫২
স্থগিত হওয়া তিন কেন্দ্রেই আ.লীগ প্রার্থী জয়ী

স্টাফ রিপোর্টার : স্থগিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিন কেন্দ্রের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন। তবে মোট ভোটের হিসেবে তিন ওয়ার্ডেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোমবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারগণ এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৮ নম্বর ওয়ার্ডে পুনঃনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সুলতান মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বচানে ৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান মিয়া তার নিটকতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী ইসমাইল হোসেনের চেয়ে ১৯৯৩ ভোটে এগিয়ে ছিলেন। স্থগিত কমলাপুর শেরেবাংলা উচ্চবিদ্যালয় কেন্দ্রের নির্বাচনে সুলতান মিয়া পেয়েছেন ৫৯৫টি ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আলম বেডমিন্টন প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট।

এদিকে ডিএসসিসি ৫৩ নম্বর ওয়ার্ডের স্থগিত জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজী নূর হোসেন। সোমবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ড. খাদেমুল ইসলাম।

৫৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ৭ হাজার ৫০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আর তার ছোটভাই ও একই ওয়ার্ডে বিএনপির সভাপতি মীর হোসেন মিরু পেয়েছিলেন ৫ হাজার ৫৯২ ভোট।

অন্যদিকে ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মামুন বেশি ভোট পেয়েছেন। সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তরিকুল ইসলাম ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এই কেন্দ্রে মো. মামুন (ঝুড়ি প্রতিক) ৯২৩টি ভোট পেয়েছেন। আর কার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মীর মোহাম্মদ সমীর পেয়েছেন ৩৬৬ ভোট (বেডমিন্টন প্রতীক)। তবে মোট ভোটের হিসেবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ২ হাজারেরও বেশি ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মোহাম্মদ সমীর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল অনিয়মের অভিযোগে জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত করে ইসি।

(ওএস/অ/মে ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test