E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কলাপাড়ায় তিন মেয়র প্রার্থীর একই অঙ্গীকার

২০১৫ ডিসেম্বর ২৮ ১৭:৩৭:১৮
কলাপাড়ায় তিন মেয়র প্রার্থীর একই অঙ্গীকার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্ধন্ধি তিন মেয়র প্রার্থীরই প্রথম অঙ্গীকার সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরশহর গড়ে তোলা। থাকবে না ইভটিজিং, যানজট। পানি ও বিদ্যুৎ সুবিধা পাবে প্রতিটি পৌরবাসী।

প্রকাশ্যে পৌরবাজেট ঘোষণাসহ রাস্তাঘাট, ড্রেনেজ সমস্যা সমাধান করতে চান তাঁরা নির্বাচিত হলে। এছাড়া নতুন কবরস্থান,শ্মশান নিমাূনসহ খাজনামুক্ত বাজারসহ পৌরবাসীর অবগতির জন্য চার্ট টানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এ প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতকারে এ অঙ্গিকার করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার, বিএনপির মেয়র প্রার্থী হাজী হুমায়ুন কবির ও জাপা’র (এ) মেয়র প্রার্থী হুমায়ন কবির মাসুম।

আওয়ামীলীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বলেন, এটাই তার প্রথম নির্বাচন। দীর্ঘ ৪০ বছর রাজনীতি ও দুই যুগের বেশি সাংবাদিকতা পেশায় থেকে তিনি খুব কাজ থেকে দেখেছেন মানুষের দুঃখ-দূর্দশা। ব্যক্তি উদ্যেগে তাদের সহায়তাও করেছেন।

তাই পৌরবাসীর এ সমস্যা করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। তিনি বলেন, পৌর শহরের প্রতিটি এলাকায় পাকা রাস্তা, বিদ্যুত ও পানির সুবিধা প্রদান, সন্ত্রাস দূর করাই হবে তার অঙ্গীকার। কলাপাড়ায় নৌকা প্রতিক বিজয়ী হলে যে উন্নয়ন কর্মকান্ড চলছে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

কলাপাড়া হবে একটি মডেল পৌরসভা। কারন পায়রা সমুদ্র বন্দর, বিদ্যুত কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিংষ্টেশন নির্মান হচ্ছে। কুয়াকাটার উন্নয়ন হয়েছে আ’লীগ সরকারের আমলেই। তাই আ’লীগ বিজয়ী হলে এই উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

বিএনপির মেয়র প্রার্থী হাজী হুমায়ুন কবির বলেন, তিনি দুই বারের নির্বাচিত মেয়র। পৌরশহরের সকল উন্নয়ন শুরু হয় তাঁর সময়ে। কিন্তু এখন অনেক এলাকা অনুন্নত রয়ে গেছে। তিনি আবার নিবাচিত হলে এ সমস্যা সমাধান করবেন।

এছাড়াও মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের জন্য নতুন আরেকটি জায়গা নির্ধারণ, হিন্দু সম্প্রদায়ের জন্য শশ্মানের জায়গা নির্ধারণ এবং রাখাইন সম্প্রদায়ের জন্য শশ্মানের জায়গা নির্ধারণ করা হবে বলে অঙ্গিকার করেন। তিনি বলেন বিএনপি আমলে পৌরসভায় যে উন্নয়ন তিনি করেছেন তারই ঝাড়পোচ করা হয়েছে। সন্ত্রাসীরা এখন ভোট চুরি করে তার বিজয় ঠেকানোর চেষ্টায় ব্যস্ত। তিনি বলেন সুষ্ঠ নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন।

জাপার মেয়র প্রার্থী হুমায়ন কবির মাসুম বলেন, তার প্রথম নির্বাচন হলেও তার পিতা আঃ রাজ্জাক খান জাতীয় পার্টির আমলে দুই বারের সংসদ সদস্য ছিলেন। কলাপাড়ার সকল উন্নয়ন হয় তার আমলেই। তাই তিনিও চান সুষ্ঠ নির্বাচন।

(এমকেআর/এএস/ডিসেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test