E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

৪৪ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে

২০২১ মে ২৮ ১৪:৩৫:৪২
৪৪ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা টানা ৪৪ দিন পর ২ লাখের নিচে নেমেছে। শুক্রবার (২৮ মে) প্রকাশিত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। দৈনিক মৃত্যুও বৃহস্পতিবারের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জন করোনা রোগীর।

জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে ভারতে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেশি। ফলে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দুই সপ্তাহ আগে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখের বেশি। এখন তা কমে দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৩ হাজার ১৫২ জনে। পাশাপাশি সংক্রমণের হারও আগের তুলনায় কমেছে। গত ৪ দিন ধরে ভারতে পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১০ শতাংশের কম।

দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগঢড়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সংক্রমণ অনেকটা কমেছে। ওড়িশা, পাঞ্জাব, আসামে সংক্রমণ আগের চেয়ে কমলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজারের বেশি, অন্ধ্রপ্রদেশে ১৬ হাজারের বেশি। মহারাষ্ট্রে সংক্রমণ কমে দৈনিক ২১ হাজারের ঘরে নেমেছে। কর্নাটক এবং কেরালায়ও তা ২৫ হাজারের কম। কিন্তু তামিলনাড়ুতে এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৬১ জন।

(ওএস/এসপি/মে ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test