E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৪৬ জনের মৃত্যু

২০২১ জুলাই ০৪ ১৪:৫৮:৩৪
খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৪৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের সৃতদের মধ্যে খুলনায় ১৫ জন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন, যশোরে সাতজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে দুজন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে একজন রয়েছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test