E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিশ্বে করোনায় আক্রান্ত ২৬ কোটি ছাড়ালো

২০২১ নভেম্বর ২৬ ১১:৩৭:১৬
বিশ্বে করোনায় আক্রান্ত ২৬ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ৬০ হাজার ৭৩০ জন। সুস্থ হয়েছেন তিন লাখ ৯০ হাজার ৯৬৭ জন।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৯৮ হাজার ৮৬৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৬ কোটি দুই লাখ ৭৭ হাজার ৩৫২ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ২৭২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৭৩২ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৯৮ হাজার ৫৫১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৯৮৬ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০৬ জন।

ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৯২৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬৬ হাজার ৯৮০ জনের। করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ৯৬২ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৩ হাজার ৬৯৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৫৫ হাজার ৬০৮ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১২ লাখ ৭৫ হাজার ২০৯ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৭০ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test