E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ২ ঘন্টায় ৬ লক্ষ গাছের চারা রোপন

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১৪:১৭:২৬
নড়াইলে ২ ঘন্টায় ৬ লক্ষ গাছের চারা রোপন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ক্লিন নড়াইল, গ্রীন নড়াইল গড়ার লক্ষ্যে নড়াইল জেলার তিনটি উপজেলায় দুই ঘন্টায় ছয় লক্ষ ফলজ, বনজ, ওষধি ও শোভাবর্ধনকারী গাছের রোপন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় চত্তরে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইমদাদুল হক চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বিশিষ্ট শিল্পপতি আমিনুর রহমান হিমু প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার তিনটি উপজেলার তিনটি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নের সব সড়ক, বাঁধ, নদীর তীর, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা পর্যায়ের সব অফিস ও বসতবাড়িতে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২ টার মধ্যে ছয় লক্ষ ফলজ, বনজ, ওষধি ও শোভাবর্ধনকারী গাছের রোপন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ লক্ষ ৩০ হাজার, লোহাগড়া উপজেলায় ২ লক্ষ ১০ হাজার এবং কালিয়া উপজেলায় ১ লক্ষ ৮০ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচীতে জেলার সকল শ্রেণীর মানুষ অংশগ্রহন করেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test