E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় পাঁচদিন ব্যাপী দুর্গাপূজা শুরু

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১৭:০৩:০৪
লোহাগড়ায় পাঁচদিন ব্যাপী দুর্গাপূজা শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সোমবার থেকে শুরু হয়েছে। এই পূজাকে ঘিরে পৌরসভাসহ সমগ্র উপজেলা  জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এ বছর দুর্গা দেবী নৌকায় এসে ঘোটকে চলে যাবেন। ২৫ সেপ্টেম্বর বোধন পূজার মাধ্যমে দুর্গোৎসবের শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর বিসর্জনের মধ্য দিয়ে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর লোহাগড়া পৌরসভাসহ উপজেলায় ১৫৪ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর এলাকায় ৩৭ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর সরকারী সাহায্য হিসেবে প্রত্যেক পূজা মন্ডবকে ৫০০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শারদীয় দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র‌্যাবের টহলও শুরু হয়েছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)






পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test