E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে

২০১৪ এপ্রিল ১২ ১৩:০১:২১
৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে

স্টাফ রিপোর্টার : বৈশাখী উৎসবকে কেন্দ্র করে রাজধানীর কোথাও দেশীয় সংস্কৃতিবিরোধী কর্মকাণ্ড করতে দেয়া হবে না জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমদ। এছাড়া বৈশাখী উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার সকাল সোয়া ১১টার দিকে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স সেন্টারে বাংলা নববর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৈশাখী উৎসব বাঙালির দেশীয় সংস্কৃতির প্রাণের উৎসব উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, এ সময় রাজধানীর কোথাও দেশীয় সংস্কৃতিবিরোধী কর্মকান্ড করতে দেয়া হবে না। জঙ্গী তৎপরতা মনিটরিং করা হবে। দুইটি ইউনিটসহ গোয়েন্দারা জঙ্গীদের তৎপরতা প্রতিনিয়ত মনিটরিং করবে।

ডিএমপি কমিশনার জানান, উত্সব নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ২২টি জায়গায় ব্যারিকেড (প্রতিবন্ধকতা) দেওয়া হবে। ১০টির মধ্যে ছয়টি পথ দিয়ে রমনা পার্কে প্রবেশ করা যাবে। চারটি দিয়ে বের হতে হবে।

এছাড়া ওই দিন সন্ধ্যা ছয়টার মধ্যে সবগুলো অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে বলেও জানান তিনি।

বাংলা নব বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় নগরবাসী পূর্বের মত এবারও সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসান, ইব্রাহীম ফাতেমীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

(ওএস/এটি/ এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test