E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুর্গাপুরে ‘ট্যুর গাইডিং’ এর উপর প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২০১৭ সেপ্টেম্বর ২৭ ১৫:১২:৪২
দুর্গাপুরে ‘ট্যুর গাইডিং’ এর উপর প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘উন্নয়নের জন্য ঠেকসই পর্যটন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্গাপুরের বিরিশিরিতে পালিত হল বিশ্ব পর্যটন দিবস।

বুধবার এ দিবস উপলক্ষে আজিয়ার ফেয়ার ট্রেড লিঃ এর প্রোগ্রাম ইফেকটিভ রফিকুল ইসলাম মিথিল এর সঞ্চালনায় বিরিশিরি বহুমুখী সমবায় সমিতি চেয়ারপারসন মিস বিনোদিনী রেমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ,বিরিশিরি ওয়াই ডব্লিও সিএ প্রশিক্ষণ এন্ড রিসোর্স সেন্টারে।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে আলোচনা করেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াই ডবিøও সিএর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, এনজিও সমন্বয় পরিষদ সভাপতি পঙ্কজ মারাক, স্পিড হোলিডেইস সিইও, ‘ট্যুর গাইডিং’ প্রশিক্ষনের ফ্যাসিলিটেটর এম. মেসবাহুল আলম।

আলোচনা সভা শেষে ৪দিন ব্যাপী (২৩সেপ্টেম্বর-২৬সেপ্টেম্বর) প্রশিক্ষণ শেষে ২০জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। ৪টি ধাপে ( ট্যুর গাইডিং, হাউজ কিপিং, রিজার্ভেশন এন্ড টিকিটিং , ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট) পর্যায় ক্রমে প্রশিক্ষনার্থীদের পর্যটন শিল্পের জন্য দক্ষ করে গড়ে তোলা হবে বলে এম. মেসবাহুল আলম জানান।

পরবর্তীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিরিশিরিতে একটি র‌্যালি বের করা হয়।

(এনএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৭)



পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test