E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশ ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা শাওন ও জেসির

২০১৭ সেপ্টেম্বর ২৭ ২০:০৪:১১
দেশ ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা শাওন ও জেসির

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শূলপুর গ্রামের মৃত জর্জ সুরেন পিরিজের ছেলে শাওন বার্নার্ড পিরিজ ও তার স্ত্রী জেসি সেন্ড্রা ডি কস্টা উচ্চ শিক্ষা গ্রহণ করেও গ্রামের বাজারে কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন। পৃথক দুই দোকানের একটিতে ছেলেদের জন্য কাপড়-পোশাক ব্যবসা পরিচালনা করতেন শাওন ও অপর দোকানে মেয়েদের কাপড়-পোশাক ব্যবসা দেখভাল করতেন জেসি। চোখে ওদের বিশাল স্বপ্ন, নিজেরা চাকুরি প্রার্থী না হয়ে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন ওরা।

শাওন বার্নার্ড পিরিজ ফিন্যান্সে অনার্স ও জেসি সেন্ড্রা ডি কস্টা অর্থনীতিতে অনার্স-মাস্টার্স শেষ করেছিলেন। শাওনের বাবা জর্জ সুরেন পিরিজ দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। মা চম্পা আইলিন পিরিজ গৃহকত্রী। ছোট সংসারে প্রাচুর্য না থাকলেও ছিল শান্তি। সৌদিআরবের চাকুরি ছেড়ে দেশে ফিরে এসে ছেলে শাওনের বিয়ের জন্য উঠে পড়ে লাগেন জর্জ সুরেন পিরিজ। পারিবারিক দেখাশোনার ভেতর দিয়ে সামাজিকভাবেই শাওন ও জেসির বিয়ে হয়। বিয়ের পর পরই শাওন ও জেসি নিজেদের গ্রামে কাপড়ের ব্যবসায় নেমে পড়েন। অনেক স্বপ্ন নিয়ে পরিবারটি যখন ভিন্নমাত্রায় যাত্রা শুরু করে, তখনই ঘটে বিপত্তি; হটাত হার্ট এ্যাটাকে মারা যান জর্জ সুরেন পিরিজ। তারপর যেন বিপত্তি আর পিছু ছাড়েনি পরিবারটির!

পিতার মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই শূলপুর গ্রাম ও সংশ্লিষ্ট এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং ইসলামি জঙ্গি গোষ্ঠীর সক্রিয় কর্মী কালাচান মিয়া শাওন ও জেসির কাপড়ের দোকান ও ঘরবাড়িসহ জায়গা-জমি দখলে মরিয়া হয়ে ওঠে। তাদের দোকানে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য রেখে করা হয় পুলিশি হয়রানি। হুমকি দেওয়া হয় প্রাণনাশেরও। কোনও উপায় না পেয়ে মা চম্পা আইলিন ঘরবাড়ি দোকান জায়গা-জমি ফেলে জীবন বাঁচাতে ছেলে ও ছেলের বউ নিয়ে পাড়ি জমান ঢাকায়। তারপরও কালাচান মিয়া ও তার দুর্বৃত্ত দল শাওন ও জেসিকে প্রাণনাশের হুমকি দিতেই থাকেন। এব্যাপারে কোনও পুলিশি সহযোগিতা গ্রহণেরও সাহস দেখায়নি শাওন-জেসি ও তাদের ধর্মীয় সংখ্যালঘু পরিবার। কোনও উপায়ান্তর না পেয়ে এ বছরেরই জানুয়ারি মাসে অজানার উদ্দেশ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায় শাওন বার্নার্ড পিরিজ ও জেসি সেন্ড্রা ডি কস্টা। মা চম্পা আইলিন একা পড়ে থাকেন ঢাকাতেই।

এ ব্যাপারে কথা বলতে গেলে, শাওনের মা ও জেসির শাশুড়ি চম্পা আইলিন উত্তরাধিকার ৭১ নিউজকে অশ্রুসিক্ত চোখে পারিবারিক বিপর্যয় ও নিরাপত্তাহীনতার বর্ণনা দেন। ছেলে ও ছেলের বউয়ের পালিয়ে বাঁচার অনিশ্চিত জীবন নিয়ে তীব্র শংকা প্রকাশ করেন তিনি। সেই সাথে নিজের নিরাপত্তা নিয়েও শংকা প্রকাশ করে সংশ্লিষ্টদের উদ্যোগ প্রত্যাশা করেন। শাওন ও জেসি এখন কোন দেশে আছেন, সেটা বলতেও মায়ের মনে কাজ করছে ভীতি।

(এসএস/অ/সেপ্টেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test