E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে আড়াই হাত লম্বা লেঞ্জা প্রাণী ধরা পড়েছে

২০১৭ অক্টোবর ০৩ ১৪:০৬:০৫
চাঁদপুরে আড়াই হাত লম্বা লেঞ্জা প্রাণী ধরা পড়েছে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলার হাইমচরে আড়াই হাত লম্বা লেঞ্জা নামক বিরল প্রজাতির প্রাণী ধরা পড়েছে। উপজেলার চরভৈরবী টমটম ব্রিজের কাছে আলী আজগর মাঝির বাড়িতে শনিবার রাতে বড় আকৃতির লেঞ্জা প্রাণী ধরা পড়ে বলে জানিয়েছেন স্থানীয় এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মাহবুব।

তিনি জানান, প্রায় সময় রাতের বেলায় ওই প্রাণীটি এসে গৃহস্থের ফল ফলাদি খেয়ে ফেলে এবং হাঁস মুরগীকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার রাতে গৃহস্থ আলী আজগর মাঝি তারের একটি খাঁচা এনে তাতে পাকা পেঁপে রেখে প্রাণীটিকে ধরার জন্যে ফাঁদ পাতে হয় এবং পেঁপে খেতে এসে সেটি খাঁচায় আটকাও পড়ে। পরে বিষয়টি শিক্ষককে জানায় বাড়ির গৃহকর্তা। দেখতে বন বিড়ালের মতো হলেও এলাকাবাসীর কাছে প্রাণীটি লেঞ্জা হিসেবে পরিচিত। সেখানে দুটি প্রাণী ছিলো, একটি ধরা পড়লেও অপরটি পালিয়ে যায়।

বিরল এ প্রাণিটি ওই বাড়িতেই রয়েছে সেটিকে এক নজর দেখার জন্য মানুষের ভিড় জমে যায় মাঝি বাড়িতে। বন বা প্রাণি বিভাগের কেউ সেটি নিয়ে আসতে পারে বলে জানান ওই শিক্ষক।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

(ইউএইচ/এসপি/অক্টোবর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test