E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কেন্দুয়ায় উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত ১৮২ ছাত্র-ছাত্রী

২০১৭ অক্টোবর ০৫ ১৫:৫০:৪৯
কেন্দুয়ায় উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত ১৮২ ছাত্র-ছাত্রী

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া ডিগ্রী কলেজসহ  ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১শ ৮২ জন ছাত্র-ছাত্রী ১ বছরের উপবৃত্তির ৮ লাখ ৯১ হাজার ৮শ টাকা থেকে বঞ্চিত। ফলে এসব শিক্ষার্থীরা এক ধরনের হতাশার মধ্যে পড়েছেন। মোবাইল ব্যাংকিং ও প্রতিষ্ঠানিক জটিলতার কারণে এসব শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা যায়, কেন্দুয়া ডিগ্রী কলেজ, ভরাপাড়া ফাজিল মাদ্রাসা, গন্ডা ফাজিল মাদ্রাসা ও রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসাসহ ৪ টি প্রতিষ্ঠানে মোট উপবৃত্তির সুবিধাভোগী ৬শ ৬০ জন। এর মধ্যে ২০১৩/ ২০১৪ ও ২০১৫ অর্থ বছরে শুধু মাত্র কেন্দুয়া ডিগ্রী কলেজের ১শ ৫০ জন ছাত্র-ছাত্রী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন।

এছাড়া অন্য প্রতিষ্ঠানের ৩২ জন ছাত্র-ছাত্রীও উপবৃত্তির টাকা পায়নি। দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার উপকরণের সুবিধার্থে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট শিক্ষা মন্ত্রনালয় ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় থেকে উপবৃত্তির টাকা বরাদ্দ দেয়া হয় শিক্ষার্থীদের অভিযোগ ব্যংকিং ও প্রতিষ্ঠানিক জটিলতার কারনেই তারা উপবৃত্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:জাহাঙ্গীর হোসেন উপবৃত্তি না পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ১শ ৮২ জন ছাত্র-ছাত্রীর নামের তালিকা পুন:রায় সুপারিশসহ ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাষ্ট, শিক্ষা মন্ত্রণালয় বরাবর চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর একটি চিঠি পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে যারা উপবৃত্তির টাকা পাননি তারাও উপবৃত্তির টাকা পেয়েযাবেন।

এ দিকে কেন্দুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ উত্তর কুমার কর চিকিৎসা কাজে দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(এসবি/এসপি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test