E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারের সাফল্য জনগণকে জানাতে কেন্দুয়ায় প্রেস ব্রিফিং

২০১৭ অক্টোবর ১১ ১৮:০৪:৫২
সরকারের সাফল্য জনগণকে জানাতে কেন্দুয়ায় প্রেস ব্রিফিং

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সর্ম্পকে জনগণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে বুধবার সকালে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। কেন্দুয়া উপজেলা প্রশাসন ও নেত্রকোনা জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং দেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা, মুকতাদিরুল আহমেদ।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পন এবং সাংবাদিকগণ দেশ ও জাতির বিবেক। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১০ টি বিশেষ উদ্যোগের কথা তোলে ধরে বলেন, একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বিকাশ রয়েছে। এছাড়া সরকারের মেগা প্রকল্প সমূহের মধ্যে রয়েছে, পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ি কোল পাওয়ার প্রজেক্ট, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, ঢাকা মাসক রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (মট্রোরেল) প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মান প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, পদ্মসেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী রামু-মিয়ানমার ঘুনধুম রেল লাইন প্রকল্প।

ইউএনও মুকতাদিরুল আহমেদ আরো বলেন, ২৬ হাজার রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩শ কলেজ জাতীয়করণ করা হয়েছে। জনগণ ঘরের কাছে বসেই ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ১০৫ ধরনের সেবা পাচ্ছেন। সরকারের আরও অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে , যা আপনাদের (সাংবাদিক ও সংবাদপত্রের মাধ্যমে) জনগণকে অবহিত করতে হবে। এজন্য তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে মহান এই পেশার মর্যাদা অক্ষুন্ন রেখে সরকারের সাফল্য জনগণের সামনে তুলে ধরার অনুরোধ জানান।

এ সময় বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সাল। প্রেস ব্রিফিংয়ে সংবাদকর্মীদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সেকুল ইসলাম খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো; মহিউদ্দিন সরকার, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রাখাল বিশ্বাস ও সিনিয়র সদস্য মো: হারেছ উদ্দিন ফকির।

এছাড়াও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, কেন্দুয়া রিপোর্টস ক্লাবের সহসভাপতি আবুল কাসেম আকন্দ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম ও সদস্য আয়নাল হক।

(ওএস/এসপি/অক্টোবর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test