E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুকে হত্যার পর তোফায়েল প্রতিবাদ করেননি

২০১৪ এপ্রিল ১২ ১৪:০৭:৩৫
বঙ্গবন্ধুকে হত্যার পর তোফায়েল প্রতিবাদ করেননি

স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, রক্ষীবাহিনীর সমন্বয়ক হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তোফায়েল আহমেদ কোনো প্রতিবাদ করেননি।

শনিবার দুুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের মিলনায়তনে শ্রমিক দলের কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদকে উদ্দেশ্য করে সাদেক হোসেন বলেন, তোফায়েল আহমেদ সাহেব শেখ হাসিনার তোষামোদ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের নামে আবোলতাবোল কথা বললে আমরা বসে থাকবো না। আমরা অনেক কিছুই জানি।

তোফায়েল আজ মন্ত্রী হওয়ার পেছনে খালেদা জিয়ার অবদান আছে দাবি করে তিনি বলেন, এজন্য খালেদা জিয়ার পা ধরে আপনার (তোফায়েল আহমেদ) কৃতজ্ঞতা জানানো উচিত। কারণ খালেদা জিয়া আন্দোলন করায় আপনাকে এবং আমির হোসেন আমুর মত নেতাকে শেখ হাসিনা মূল্যায়ন করেছেন।

এর আগে বেলা পৌনে ১১টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তার হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। বেলা ১১ টায় বিএনপি খালেদা জিয়া এ কাউন্সিলের উদ্বোধন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি রেহান আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

কাউন্সিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

(ওএস/এটি/এপ্রিল ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test