E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাজেদার গাড়ি বহরে হামলার ঘটনায় ২ মামলা

২০১৭ অক্টোবর ১৪ ১৫:০৫:৩৭
সাজেদার গাড়ি বহরে হামলার ঘটনায় ২ মামলা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ৬৯ জনকে আসামি করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করেছে।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ও ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান বাদী হয়ে এ মামলা দু’টি দায়ের করেন।

পুলিশের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।

অপরদিকে ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামানের দায়েরকৃত মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতেও প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. জামাল হোসেন মিয়া ও তার ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়াকে।

এছাড়া এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও নগরকান্দা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী ইশরাত জাহান।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল ৩টার দিকে সংসদ উপনেতার সরকারি সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে তালমার মোড়ে তার গাড়ি বহরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

(ওএস/এসপি/অক্টোবর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test