E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামলার ১১ দিনেও মূল আসামীরা ধরা ছোঁয়ার বাইরে

২০১৭ অক্টোবর ১৪ ১৭:৫৬:৪২
মামলার ১১ দিনেও মূল আসামীরা ধরা ছোঁয়ার বাইরে

রূপক মুখার্জি, লাহুড়িয়ার জেলেপাড়া থেকে ফিরে : গত ১১ দিনেও মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন ৫ লাখ টাকা চাঁদার দাবিতে গাছে বেঁধে নির্যাতনের শিকার স্কুল শিক্ষক মনি কুমার বিশ্বাসসহ তার পরিবার। মামলার আসামীদের আত্বীয়-স্বজনদের হুমকির মুখে ভয়, আতংক আর চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে নির্যাতনের শিকার মনি কুমার ও তার পরিবার। থমকে গেছে ওই পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাত্রা।

গত ২ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপি সদস্য আকবর ওরফে মিলিটারী আকবর ও মনিরুলের নেতৃত্বে ৬/৭ জন দূর্বৃর্ত্ত লাহুড়িয়া গ্রামের জেলে পাড়ার স্বুল শিÿক মনি কুমার (৪১) কে পার্শ্ববর্ত্তী ডহরপাড়ার নবম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করার কথিত অভিযোগ এনে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে মেহগুনি গাছে বেধেঁ বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।

খবর পেয়ে মনি কুমারের স্ত্রী বাসনা রানী ও প্রতিবেশী ত্রিনাথ ও পরিমল স্বর্ণকারকে সাথে নিয়ে নগদ ৫০ হাজার টাকা সন্ত্রাসীদের হাতে তুলে দেয় এবং সাড়ে ৪ লাখ টাকার একটি চেক ও একটি ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন। চেকের সাড়ে ৪ লাখ টাকা এক সপ্তাহের মধ্যে দিতে না পারলে এবং এ নিয়ে মামলা বা লোক জানাজানি করলে তাদেরকে হত্যা ও দেশ ছাড়ার হুমকিও দেয় ওই সন্ত্রাসীরা। ফলে আহত মনি কুমার ৪ দিন নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় থাকতে বাধ্য হয়।

খবর পেয়ে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবরুদ্ধ শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই শিক্ষকের স্ত্রী বাসনা রানী বাদী হয়ে ৬ অক্টোবর রাতে ৬ জন কে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ১ জন আসামীকে আটক করলেও অপর ৫ জন আসামী আজও আটক হয়নি। শুধু তাই নয়, নগদ ৫০ হাজার টাকা , সাড়ে ৪ লাখ টাকার একটি চেক ও একটি ফাঁকা ষ্ট্যাম্পে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

এদিকে গত শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মনি কুমার নড়াইল সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁকে ৩৫ কিলোমিটার দূরে তাঁর গ্রামের বাড়ি লাহুড়িয়ার জেলে পাড়ায় পৌঁছে দেন। এসময় লাহুড়িয়া জেলে পাড়া পূজা মন্দিরের নাট মন্দির চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল সাহা, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কমল কৃষ্ণ বালা, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের জেলা সম্পাদক কাজী হাফিজুর রহমান, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ অধিকারী, সাংবাদিক মলয় কান্তি নন্দী , রূপক মুখার্জি , নব কিশোর রায়, পংকজ সরকার, প্রকাশ বিশ্বাস প্রমুখ। সমাবেশে বক্তারা সকল আসামীদের আটক এবং নগদ ৫০ হাজার টাকা , সাড়ে ৪ লাখ টাকার একটি চেক ও একটি ফাঁকা ষ্ট্যাম্পে উদ্ধারের দাবি জানান।

এদিকে মনি কুমারের চচাত ভাই জগন্নাথ বিশ্বাস গতকাল শনিবার দুপুরে বলেন, আসামীদের আত্বীয়-স্বজনরা মামলা তুলে নেওয়ার জন্য ও সাংবাদিকদের কাছে তথ্য প্রদান করায় তাকে হাত- পা কেটে ফেলার হুমকিও দেয়। নির্যাতিত শিক্ষকের স্ত্রী মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাসনা রানী বিশ্বাস অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে আমিসহ আমার পরিবারের সদস্যরা ভয়, আতংক ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছি।

লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কারী কর্মকর্তা কমল কুমার পাল জানান, আসামীরা পালিয়ে থাকার কারণে তাদের আটক করা যাচ্ছে না। মূল আসামী লাহুড়িয়া ইউপি সদস্য আকবর ওরফে মিলিটারী আকবর ও মনিরুলকে আটক করা গেলে নগদ ৫০ হাজার টাকা , সাড়ে ৪ লাখ টাকার একটি চেক ও একটি ফাঁকা ষ্ট্যাম্পে উদ্ধার করা সম্ভব হবে।

(আরএম/এসপি/অক্টোবর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test