E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কৃষকের ফলানো ফসলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূন্ন’

২০১৭ অক্টোবর ১৪ ১৮:১৮:১৫
‘কৃষকের ফলানো ফসলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূন্ন’

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আমাদের দেশের কৃষকের ফলানো ফসলে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পন্ন।

তিনি শনিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে রবি/২০১৭-১৮ ও পরবর্তী খরিপ/ ১ মৌসুমে প্রণোদিত কর্মসূচীর আওতায় উপজেলার ২ শত কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কৃষককে না খেয়ে মরতে হয় না। সার সংকট নেই। সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশরাত জাহানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপনেতার পুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, জেলা পরিষদ সদস্য খোন্দকার জাকির হোসেন নিলু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মাদ মোর্তজা আহসান প্রমূখ।

এর আগে সংসদ উপনেতা নগরকান্দা পৌরসভার আয়োজনে পৌর গণ পাঠাগারের উদ্বোধন ও বই হস্তান্তর করেন।

(এনএস/এসপি/অক্টোবর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test