E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে দুই স্কুল ছাত্র উদ্ধার

২০১৭ অক্টোবর ১৫ ১৭:৩৯:২৪
ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে দুই স্কুল ছাত্র উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে দুই স্কুল ছাত্রকে উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাত ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ছাত্ররা হল, কলারোয়া পৌরসদরের গদখালী গ্রামের ইকবাল হোসেনের ছেলে তানভির হাসান (১২) ও একই গ্রামের শ্যামল অধিকারীর ছেলে নির্জন অধিকার (১২)। তারা দুজনই কলারোয়া জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। উদ্ধারকৃত ওই দুই ছাত্রকে পরে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর কালিবাড়ি সীমান্তের ১৩/৩ সাব পিলারের সন্নিকটে টহলরত মাদরা বিওপির ল্যান্স নায়েক বাবুল মোল্যার নেতৃত্বে বিজিবির একটি টহলদল ভারতে পাচারকালে স্কুল ছাত্র তানভির ও নির্জনকে উদ্ধার করে। এ সময় বিজিবিকে দেখে ওই দুই ছাত্রের পাচারকারী ভ্যানচালক দ্রুত ঘটনা স্থল থেকে সটকে পড়ে।

উদ্ধার হওয়া দুই ছাত্র জানায়, শনিবার দুপুরে স্কুল ছুটির পর এক অপরিচিত ভ্যান চালক তাদের বলে যে তোমাদের পিতা-মাতা অসুস্থ, এখনই তার ভ্যানে করে যেতে বলেছে। পরে তারা আর কিছু বলতে পারে না।

এদিকে রাত ৯ টার দিকে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া দুই ছাত্রকে তাদের অভিভাবকের হাতে তুলে দেন মাদরা বিওপির কোম্পানি কমান্ডার কবির আহমেদসহ বিজিবি সদস্যরা।

অপরদিকে উদ্ধার হওয়া তানভিরের পিতা ইকবাল হোসেন ও নির্জন অধিকারী মা তাদের সন্তানদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

কলারোয়া উপজেলার মাদরা বিওপির ল্যান্স নায়েক বাবুল মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।#

(আরকে/এসপি/অক্টোবর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test