E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটি পুলিশিং ডে সফল করি’

২০১৭ অক্টোবর ১৬ ১৩:৫৪:৪৩
‘ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটি পুলিশিং ডে সফল করি’

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পুলিশ সুপার  জয়দেব চৌধুরী বলেছেন, সমাজ থেকে মাদক জঙ্গিবাদসহ সকল প্রকার অপরাধ নিমূল করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের কোন বিকল্প নেই।

তিনি বলেন, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটি পুলিশিং ডে সফল করে তুলি। পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে প্রতিটি পুলিশের সদস্যসহ কমিউনিটি পুলিশিং সদস্যদের দেশ ও জনগনের কল্যানে একযোগে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সকলে মিলেই মাদককে না বলতে হবে, বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে এদেশ আপনার আমার সকলের, এ দেশের ভবিষ্যত প্রজন্ম আগামীর সুন্দর বাংলাদেশ এ চিন্তা সকলকেই সচেতনভাবে মাথায় রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের অর্জিত এই স্বাধীন বাংলাদেশের আগামী প্রজন্ম যাতে সুন্দর বাসযোগ্য পৃথিবীতে বাস করতে পারে সেজন্য মাদক, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, জোয়াসহ কোন প্রকার অপরাধের সঙ্গে আপোষ করা যাবে না। যদি এসবের সঙ্গে কেউ আপোষ করেন, তাহলে নিজেদেরই একদিন ক্ষতি হতে পারে।

তাই প্রতিটি পুলিশের সদস্যসহ কমিউনিটি পুলিশিং সদস্য এবং সকল জনগণকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে সফলভাবে উদযাপন করতে এক প্রস্তুতিমুলক সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা সদরসহ ১০ উপজেলা ও বিভিন্ন পৌরসভার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন। এর মধ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শাহজাহান মিয়া, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেব প্রমুখ।



(এসবি/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test