E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আটক ১

২০১৭ অক্টোবর ১৬ ১৫:১৭:৪৯
লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আটক ১

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউপির ঈশানগাতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা-মেয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় মা আফরোজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার মামলার আসামী হাফিজুর রহমান মোল্যা(৫০)কে আটক করেছে।

এলাকাবাসী ও দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ঈশানগাতী গ্রামের কুয়েত প্রবাসী আবু দাউদ মোল্যা সমর্থিত লোকজনদের সাথে প্রতিবেশী হাফিজুর রহমান মোল্যা সমর্থিত লোকজনদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে গত ৯ অক্টোবর বিকালে হাফিজুরের ছেলে ইব্রাহিম,স্ত্রী নাসিমা,মেয়ে খাদিজা রামদা,লাঠিসোঠা নিয়ে প্রতিপÿ দাউদ মোল্যার বাড়িতে চড়াও হয়। এসময় আবু দাউদের স্ত্রী আফরোজা বেগম(৪১) , কিশোরী মেয়ে সুমাইয়া(১২) ও কিশোর পুত্র মুত্তাকিন(১৪)কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

এলাকাবাসী তাদের উদ্ধার করে লোহাগড়া হাসাপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় গুরতর আহত আফরোজাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মা আফরোজা বেগম বাদী হয়ে ১০ অক্টোবর ৪ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার মামলার আসামী হাফিজুর রহমান মোল্যা(৫০)কে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।

লোহাগড়া থানাার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কে এম জাফর আলী জানান,মামলার অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।


(আরএম/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test