E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে গৃহহীনরা পেলেন প্রধানমন্ত্রীর দেয়া স্বপ্নের ঘর

২০১৭ অক্টোবর ১৬ ১৭:২৭:১০
হালুয়াঘাটে গৃহহীনরা পেলেন প্রধানমন্ত্রীর দেয়া স্বপ্নের ঘর

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ‘বাংলাদেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অঙ্গীকারে ২০১৯ সালের মধ্যে সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যেগের মধ্যে অন্যতম প্রকল্প। যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে সর্বমোট ১৩২ জন হতদরিদ্র গৃহহীন পরিবারের মাথা গোজার ঠাঁই হয়েছে সরকারি ব্যবস্থপনায় ১ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্ব পেয়ে।

গৃহহীনদের বিনামূল্যে মেঝে পাকা সাড়ে ১৬ ফিট দৈর্ঘ্য, সাড়ে ১০ ফিট প্রস্থের টিনশেড ভিট পাকা ও ৫ ফুট চওড়া বারান্দাসহ একটি করে ঘর করে দেয়া হচ্ছে। ঘরটিতে ১টি দরজা ও ৬টি জানালা রয়েছে। মোট ১৭টি আরসিসি খুঁটি দ্বারা খুব মজবুত করে তৈরি করা হচ্ছে ঘরগুলি। পাশাপাশি ঘরের সঙ্গে একটি স্যানিটারি লেট্রিন নির্মাণ করে দেওয়া হচ্ছে। সরকারি ভাবে প্রতিটি ঘর ও স্যানিটারি লেট্রিন নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লক্ষ টাকা। সরকারের প্রদত্ত সুবিধা পাওয়া গৃহহীনদের মধ্যে বিনামূল্যে মাথা গুজার ঠাঁই একটি করে ঘর ও স্যানিটারি লেট্রিন পেয়ে একটু হলেও নিজেদের দীর্ঘদিনের কষ্টের গ্লানী মুছে ফেলেছেন গৃহহীনরা।

সরজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, মজবুত করে ঘর গুলি নির্মাণ করা হয়েছে। সরকারি ভাবে ঘর বরাদ্ধ পাওয়া একাদিক গৃহহীন পরিবারের সদস্যরা কৃতজ্ঞার সঙ্গে বলেন, জীবনের শেষ সময়ে একটি পরিচ্ছন্ন পরিবেশের ঘর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা শান্তিতে দিন কাটাচ্ছি।

তারা বলেন, দীর্ঘ দিনের স্বপ্নছিল একটি সুন্দর ঘর করার কিন্তু অভাব অনটনের জন্য তা আর সম্ভব হয় নাই। আজ আমাদের সেই স্বপ্নের ঘর নির্মাণ করে স্বপ্ন পূরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আমরা মহাখুশি,আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, যার জমি আছে ঘর নেই এবং শুধু বাড়ির জায়গা আছে তার নিজ জমিতে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় এ উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১৩২ জন গৃহহীন পরিবারকে ঘর করে দেয়ার কাজ চলছে।

ইতিমধ্যে ৬০ জন গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শিঘ্রই বরাদ্ধকৃত ঘরগুলি নির্মাণের কাজ সমাপ্ত হবে। চলতি অর্থ-বছরে আরো শতাধিক গৃহহীন পরিবারকে এই সুবিধার আওতায় আনার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। প্রত্যেক গৃহহীন পরিবারকে এ সুবিধায় অর্ন্তভুক্তি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।


(জেসিজি/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test