E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ৪ তলা থেকে লাফিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

২০১৭ অক্টোবর ১৭ ১৬:১৫:৩৯
টাঙ্গাইলে ৪ তলা থেকে লাফিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের শাহীন শিক্ষা পরিবারের স্কুল শাখার ৯ম শ্রেণির ছাত্র ফোয়াদ (১৫) চারতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। নিহত ফোয়াদ নেয়াখালী জেলার আলীপুর গ্রামের ইব্রাহিম তালুকদারের ছেলে।

জানা গেছে, ফোয়াদ শহরের আকুর টাকুর পাড়া জান্নাতুল ফেরদৌস মসজিদ রোডের শাহীন স্কুলের চারতলা বিশিষ্ট আবাসিকে থাকতেন। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সবাই শাহীন স্কুলের ক্লাসে যাওয়ার জন্য রওনা হয়। ফোয়াদ আবাসিকের এক সহপাঠীকে বলেন, ‘আমাকে মাফ করে দিস’- এই বলেই চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। স্থানীয় লোজন ও শাহীন স্কুলের শিক্ষকরা তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে তার আত্মীয়-স্বজনদের খবর দিয়ে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৯টার দিকে ফোয়াদের মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার রাত ১০টার দিকে শাহীন শিক্ষা পরিবার কর্তৃপক্ষ মডেল থানায় গিয়ে বিষয়টির দফারফা করেন বলে অভিযোগ ওঠেছে।

স্কুলের আবাসিক শিক্ষার্থীরা নাম প্রকাশ না করে জানান, শাহীন স্কুলের আবাসিকের প্রায় প্রতিটি শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও মানসিকভাবে অসহ্য চাপ দেওয়া হয়। সামান্যতম কারণেও শিক্ষকরা পিটুনি দেন- শিক্ষকদের ‘ফরমায়েজ’ না করলে আঘাত দিয়ে নানা রকম কথা বলেন। আবাসিক ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়ে ফোয়াদের আত্মহত্যার নেপথ্যে শিক্ষকদের নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনই দায়ী।

আবাসিক হলের সুপারভাইজার জাহিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে সোমবার রাত সাড়ে ৮টার দিকে জানান, তিনি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। সেখান থেকে ঢাকা যাচ্ছেন, পরে ফোয়াদের বাড়িতে যাবেন। তিনি পরিচালকদের সাথে কথা বলার পরামর্শ দেন।

শাহীন স্কুলের শিক্ষক মোশারফ ও রুপম জানান, তারা বিষয়টি শুনেছেন। তবে তারা বিস্তারিত বলতে পারবেন না। তারাও পরিচালকদের সাথে কথা বলতে বলেন।

শহীন শিক্ষা পরিবারের নির্বাহী সদস্য ও শাহীন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়র হোসেন আসলাম জানান, দুপুরে আবাসিকের ছাত্ররা শাহীন স্কুলের ক্লাসে যায়। তখন ফোয়াদ তার এক বন্ধুকে বলে ‘আমাকে মাফ করে দিস’- এই বলেই সকলের সামনেই ছাদ থেকে লাফিয়ে পড়ে। প্রেম সক্রান্ত কারণে সে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলেও তিনি জানান। তার বাড়ি ঢাকায়। তার পরিবারও ঢাকায় থাকেন। এ ব্যাপারে তাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জের মোবাইল (০১৭১৩৩৭৩৪৫৪) নাম্বারে সোমবার রাতে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

উল্লেখ্য, শাহীন শিক্ষা পরিবারের নামে ইতোপূর্বে ছাত্রদেরকে বেধরক মারপিট, মানসিক ও রূঢ় ব্যবহার করারও একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে মারমারির ঘটনা মারাত্মক বৃদ্ধি পেয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে এর ব্যাপক প্রভাব পড়েছে। শিক্ষকদের অত্যচারে অনেক শিক্ষার্থী স্কুল ও কলেজ ছেড়ে অন্যত্র চলে গেছেন।

(আরকেপি/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test