E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এসআই আবুল খায়ের

২০১৭ অক্টোবর ১৭ ১৭:৫২:৪০
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এসআই আবুল খায়ের

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসার ফলে ময়মনসিংহ রেঞ্জ পুুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ পরির্দশক) এর পুরষ্কার পেয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দ্রগাতি গ্রামের কৃতিসন্তান আবুল খায়ের।

তিনি বর্তমানে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় এস, আই হিসাবে কর্মরত আছেন। সোমবার ১৬ অক্টোবর সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডি আই জির কার্যালয়ে রেঞ্জ ডি আই জি নিবাস চন্দ্র মাঝি আনুষ্ঠানিক ভাবে আবুল খায়েরের হাতে এ পুরষ্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বি পি এম,পি পি এম সহ নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার পুলিশ সুপারগন। ওই দিনই রেঞ্জর শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এ নেওয়াজী পি পি এম এর হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়। এস আই আবুল খায়ের এর আগেও চলতি বছরের মে মাসে জেলার শ্রেষ্ঠ এস আই এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী হিসাবে পুরষ্কারে ভূষিত হয়েছেন।

আবুল খায়ের বাবা চন্দ্রগাতি গ্রামের মরহুম জালাল উদ্দিন ভূঞা একজন বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। খায়েরের বড় ভাই মো: মোফাজ্জল হোসেন ভূঞা সাবেক ছাত্র লীগ নেতা ও বর্তমানে কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান। তার শশুর মো: রিয়াজ উদ্দিন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সংপাদক ও এল জি ইডির প্রথম শ্রেণী এক জন ঠিকাদার হিসাবে তার জামাতা শ্রেষ্ঠ এস আই পুরষ্কার পাওয়ায় রেঞ্জ ডি আই জি ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পুরষ্কারপ্রাপ্ত এস আই খায়ের তার কতৃপক্ষের প্রতি ধ্যনবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার প্রতি ক্রিয়া ব্যাক্তকরে বলেন আমার এ পুরষ্কার আগামীদিনে আমার পেশাগত দায়িত্ব পালন কালে জঙ্গিবাদ, মাদক,জুয়া,বাল্যবিয়ে প্রতিরোধ সহ সমাজের অপরাধ প্রবনতা নির্মূলে আরো সাহস যোগাবে ।

(এসবি/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test