E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ত্রাণের চাল কালো বাজারে বিক্রি, ইউপি চেয়ারম্যান কারাগারে

২০১৭ অক্টোবর ১৮ ১৬:৪৩:৩০
কেন্দুয়ায় ত্রাণের চাল কালো বাজারে বিক্রি, ইউপি চেয়ারম্যান কারাগারে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : ত্রাণের চাল কালো বাজারে বিক্রির চেষ্টা মামলায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর তালুকদার মল্লিক কারাগারে।

বুধবার নেত্রকোণা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি কেন্দুয়ার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান চলতি বছরের গত ২৯ আগস্ট ত্রাণের ১৬ বস্তা চাল আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে বিতরণ না করে চেয়ারম্যানের নির্দেশে কালো বাজারে বিক্রির চেষ্টায় ইউনিয়ন পরিষদ গোদাম থেকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছিল।

স্থানীয় লোকজন বিষয়টি আচঁ করতে পেরে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে মুঠোফোনে জানায়। পরে পুলিশ ও উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা ঘটনা স্থলে গিয়ে আটককৃত চাল জব্দ করেন।

এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যান মল্লিক সহ পাঁচ জনকে আসামি করে কেন্দুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পাঁচ আসামীর মধ্যে একজন পলাতক, দুই জন জামিনে মুক্তি এবং ইউপি চেয়ারম্যান সহ দুই জন কারাগারে।

এদিকে চেয়ারম্যান মল্লিক ৬ সপ্তাহের জন্য উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছিলেন। গত ১৭ অক্টোম্বর মঙ্গলবার এর মেয়াদ শেষ হয়।

(এসবি/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test