E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইপিইউ এসেম্বলিতে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি হাবিবে মিল্লাত

২০১৭ অক্টোবর ১৮ ১৭:৪৫:০৪
আইপিইউ এসেম্বলিতে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি হাবিবে মিল্লাত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত এমবিবিএস (ঢাকা), এফআরসিএস (এডিন), ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে উচ্চ ডিগ্রী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্ডিয়াক সার্জন।

আজ বুধবার সেন্ট পির্টাসবার্গে অনুষ্ঠিত ১৩৭তম আইপিইউ এসেম্বলিতে আইপিইউ এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্ঠা কমিটির সভায় সর্বসম্মতিভাবে অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত সভাপতি নির্বাচিত হয়েছেন।
ইতিপূর্বে বিগত তিন বছর যাবত আইপিইউ এর উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) এর সদস্য, কমনওয়েলথ পার্লামেন্টরি এসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, সার্ক মেডিক্যাল রিসার্চ কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ক্যাডেট কোরের শুভেচ্ছা দূত।

অধ্যাপক মিল্লাতের লেখা অনেক প্রবন্ধ চিকিৎসা বিজ্ঞানের আর্ন্তজাতিক ও জাতীয় জার্নালে প্রকাশিত হয়েছে। ব্যাক্তিগত জীবনে স্ত্রী শারিতা মিল্লাত এফবিসিসি আই এর পরিচালক এবং দুই পুত্র শাহরিয়ান ও ফাহবিয়ান ইউরোপে চিকিৎসা শাস্ত্রে অধ্যায়নরত।

(এমএসএম/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test