E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মান্দায় নকল কীটনাশক বিক্রির চেষ্টা, গ্রেফতার  ১

২০১৭ অক্টোবর ১৮ ১৮:০৫:২৬
মান্দায় নকল কীটনাশক বিক্রির চেষ্টা, গ্রেফতার  ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় নকল কীটনাশক ভিরতাকো বিক্রির সময় দুলাল হোসেন মোল্লা (২৮) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক দুলাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার দীপপুর গ্রামের জামাল হোসেন মোল্লার ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁজরভাঙ্গা বাজার থেকে নকল কীটনাশকসহ তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, পাঁজরভাঙ্গা বাজারের সার-কীটনাশক ব্যবসায়ি ওয়াজেদ আলীর নিকট নকল মোড়কে সিনজেনটা কোম্পানির কীটনাশক ‘ভিরতাকো’ বিক্রির চেষ্টা করেন আটক দুলাল হোসেন। ভিরতাকোর মোড়ক সন্দেহজনক হওয়ায় একই বাজারে সিনজেনটা কোম্পানির খুচরা বিক্রেতা নজরুল ইসলামকে বিষয়টি অবহিত করেন ব্যবসায়ি ওয়াজেদ আলী। এসময় বাজার কমিটির সভাপতি একরামুল হকসহ অন্যদের সহায়তায় তাকে আটক ও নকল ভিরতাকোর ৭০ টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সিনজেনটা কোম্পানির খুচরা বিক্রেতা নজরুল ইসলাম জানান, নির্ধারিত ডিলার ও দোকান ছাড়া সিনজেনটা কোম্পানির কীটনাশক অন্য কোনো ব্যবসায়ি বিক্রি করতে পারেন না। আটক দুলাল হোসেন কোম্পানির সরবরাহকারী কিংবা সংশ্লিষ্ট কেউ নন। নির্ধারিত দোকান ছাড়া অন্যত্র ভিরতাকো বিক্রিতে সন্দেহের সৃষ্টি হওয়ায় তাকে আটক করা হয়েছে। ঘটনায় কোম্পানির নওগাঁ সেলস ইউনিট ম্যানেজার মোজাম্মেল হক বাদি হয়ে মান্দা থানায় মামলা দায়ের করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুলাল হোসেন নকল ভিরতাকো বিক্রির কথা স্বীকার করেছে। কোম্পানির প্রতিনিধি মোজাম্মেল হকের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।


(বিএস/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test