E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিন পার্বত্য জেলা সফরে আসছে সিএইচটি কমিশন

২০১৪ জুলাই ০১ ১২:৪০:২০
তিন পার্বত্য জেলা সফরে আসছে সিএইচটি কমিশন

বান্দরবান প্রতিনিধি : সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আদিবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণের জন্য তিন পার্বত্য জেলায় সফরে আসছে পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন)। কমিশনের একটি প্রতিনিধিদল।

আগামী ২ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি সফর করবেন।

সিএইচটি কমিশনের কো-চেয়ারপার্সন সুলতানা কামাল, সদস্য স্বপন আদনান, খুশী কবীর, অ্যাড. সারা হোসেন, হানা শামস এবং সিপিডির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ প্রতিনিধি দলে থাকবেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
সিএইচটি কমিশনের প্রতিনিধি দলটি ২ জুলাই খাগড়াছড়ির দীঘিনালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উচ্ছেদের শিকার পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও ঘটনাস্থল পরিদর্শণ করবেন। একই দিন বাঘাইছড়ির তদেগমারা কিজিংও পরিদর্শনে যাবেন তারা। ৩ জুলাই খাগড়াছড়ির জেলা প্রশাসকের সাথে মতবিনিময় এবং ৪ ও ৫ জুলাই রাঙামাটি এবং ৫ ও ৭ জুলাই বান্দরবানের উছাহ্লা ভান্তে পরিচালিত রাম জাদী ও তার পাশ্ববর্তী এলাকা পরিদর্শন করবেন কমিশনের প্রতিনিধি দল।

বান্দরবানের জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলাম কমিশন সদস্যদের সফরের বিষয়টি নিশ্চত করেন।
সিএইচটি কমিশন বেশ কয়েক বছর ধরে পার্বত্য জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উপর পর্যবেক্ষণমূলক প্রতিবেদন প্রকাশ করে আসছে।

(ওএস/এইচআর/জুলাই ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test