E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় কলেজ ছাত্রীর ওপর হামলা, ৩ দিনের রিমান্ডে ইমন

২০১৭ অক্টোবর ১৯ ১৮:১৬:৩০
কেন্দুয়ায় কলেজ ছাত্রীর ওপর হামলা, ৩ দিনের রিমান্ডে ইমন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া পারভীন সিরাজ মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী জান্নাতুলের ওপর বর্বোরোচিত হামলাকারী পিপুল ওরফে ইমনের তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত।

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় সরকার বুধবার নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত বৃহস্পতিবার শুনানী শেষে তিন দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ইমনের জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় সরকার। এ দিকে বুধবার জিন্নাতুল আক্তারের বাবা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের পাথাইরকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাষ্টার বাদী হয়ে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূঞা পাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে পিপুল ওরফে ইমনকে (২৪) প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা মোতাবেক কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। কেন্দুয়া থানার মামলা নং-২১ (১০) ২০১৭।

এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ইমনের দৃষ্টান্তমূলক শার দাবীতে পারভীন সিরাজ মহিলা কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

পাঁচ সংগঠনের মানববন্ধন

বৃহস্পতিবার দুপুর ১২টায় একই দাবীতে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ডাকে সাড়া দিয়ে উদীচি শিল্পীগোষ্ঠী, রোকেয়া ফেলো, নারী মুর্চা, মানবাধিকার সংরক্ষণ পরিষদসহ পাঁচ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, উদীচি শিল্পী গোষ্ঠী ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন সরকার, কমিউনিটি পুলিশের সদস্য সচিব আশরাফ উদ্দিন ভূঞা, মানবাধিকার সংরক্ষণ পরিষদের হাসেম বাঙালী, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যানী হাসান, সভাপতি রইছ উদ্দিন মাষ্টার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা।

চিকিৎসার দায়িত্ব নেন ডিআইজি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় জান্নাতুলের চিকিৎসা খুবই গুরুত্বসহকারে করা হচ্ছে। মেডিকেল টিম গঠন করে বিশেষজ্ঞ চিকিৎকের মাধ্যমে তার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আগের চেয়ে তার অবস্থা কিছুটা ভাল বলে দাবী করা হচ্ছে।

এদিকে ওই ছাত্রীর সার্বিক নিরাপত্তাসহ খোজ খবর রাখতে হাসপাতালে সার্বক্ষণিকভাবে পালা বদল করে পুলিশ দায়িত্ব পালন করছে। তাছাড়া সরকারি খরচের বাইরে চিকিৎসার সব খরচের দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। তিনি ইমনকে দ্রুত গ্রেপ্তারের জন্য নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ সংশিøষ্ট সকলকে ধন্যবাদও জানিয়েছেন।

(এসবি/এসপি/অক্টোবর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test