Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

উত্তাল পদ্মা, নৌ-চলাচল বন্ধ

২০১৭ অক্টোবর ২০ ১৪:৩৮:৩১
উত্তাল পদ্মা, নৌ-চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি : বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে প্রবল ঢেউ থাকার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল কমেছে। বন্ধ রয়েছে লঞ্চ, সি-বোটসহ অন্যান্য নৌযান চলাচল।

বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে পদ্মা উত্তাল হতে শুরু করলে দুপুর পৌনে ১২টার দিকে সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

মাওয়া নৌফাঁড়ি ইনচার্জ সুরুজিত কুমার ঘোষ জানান, গতকাল রাত পর্যন্ত ফেরি চলাচল স্বভাবিক ছিল। তবে সকাল থেকে আকাশের অবস্থা খারাপ হতে থাকে এবং নদীতে বড় ঢেউ সৃষ্টি হতে থাকে। এমতাবস্থায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বড় ১১টি ফেরি বন্ধ করে দেয়। বর্তমানে ছোট ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রেখেছে। একারণে ঘাট এলাকায় প্রায় তিনশ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরো জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে সি-বোট বন্ধ থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়। তবে নদীতে ঢেউ ও বৃষ্টিসহ বাতাস বাড়তে থাকলে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

(ওএস/এসপি/অক্টোবর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test