E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা : আহত ২০

২০১৭ অক্টোবর ২০ ১৫:০২:১২
লালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা : আহত ২০

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব করছেন দর্শকর এমন আপত্তি তুললে ক্ষেপে যায় ম্যানেজিং কমিটি। আর এ ঘটনায় উত্তেজিত ওই ম্যানেজিং কমিটির লোকজন পিটিয়ে জখম করে কমপক্ষে ২০ জন দর্শককে। আওয়ামীলীগ ক্যাডার বাহিনী খ্যাত স্থানীয় ওই ম্যানেজিং কমিটির লোকজনের সশস্ত্র হামলায় পালিয়ে বাঁচে মাঠে থাকা প্রায় দেড় শতাধিক দর্শক।

বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার কদিমচিলান চাদপুর পূরাতন উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টে নান্দ ও ওয়ালিয়া একাদশের মধ্যে সেমি ফাইনাল খেলায় এই ঘটনা ঘটে। আহতদের বনপাড়া, লালপুর ও নাটোরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ফুটবল টুর্নামেন্ট ম্যানেজিং কমিটি নান্দ একাদশের পক্ষ টেনেছে অভিযোগ তুলে এর প্রতিবাদ জানায় ওয়ালিয়া একাদশের সমর্থক ওয়ালিয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান নাফি সহ বেশ কয়েকজন দর্শক। এতে ম্যানেজিং কমিটির সভাপতিসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে গেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাক-বিতন্ডা হয়।

এক পর্যায়ে ম্যানেজিং কমিটির লোকজন খেলা বন্ধ করে লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত ওয়ালিয়া সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে বেদম মারপিট করে ওয়ালিয়া সমর্থকদের। এতে গুরুতর আহত হয় ওয়ালিয়া ছাত্রলীগ নাজমুল হাসান, ৬নং ওয়ার্ড সদস্য হুমায়ুন আহম্মেদ, ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, রাজু, আমিনপাড়ার বিজয়, মেহেদী হাসানসহ কমপক্ষে ২০ জন। ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ফুটবল খেলায় দর্শককে পেটায় এই প্রথম শুনলাম। ম্যানেজিং কমিটির লোকজন পক্ষপাতিত্ব করায় দর্শক প্রতিবাদ করেছে। কিন্তু ম্যানেজিং কমিটি উল্টো দর্শককে পিটিয়ে আহত করেছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওয়ালিয়া ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান জানান, কিছুটা সুস্থ হলেই থানায় স্বশরীরে হাজির হয়ে মামলা দায়ের করবো।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ জানান, খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এডিকে/এসপি/অক্টোবর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test