E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিঃমিঃ যানজট

২০১৭ অক্টোবর ২০ ১৬:১০:৪৮
 ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিঃমিঃ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি : যানজটে আটকা রয়েছে যানবাহন। কিছু সময় গাড়ির চাকা ঘুরলেও অধিকাংশ সময় আটকা থাকতে হচ্ছে যানজটে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, শ্রমিক ও মালভর্তি ট্রাক চালকদের। গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে জমেছে পানি। একইসঙ্গে চলছে চার লেন তৈরির খোঁড়াখুঁড়ির কাজ। এতে শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে যানজট।

শুক্রবার দুপুরে যানজট মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুরের দেওহাটা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার স্থায়ী রয়েছে। যানজটের কারণে রাস্তা পার হতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে।

অপরদিকে সকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। যানজটে আটকা আর বৃষ্টির কারণে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজটের কারণে খবরের কাগজও মির্জাপুরে প্রায় তিন ঘণ্টা বিলম্বে আসে। অপরিকল্পিত ভাবে মহাসড়কে চারলেন তৈরির কাজ শুরু হওয়ায় অতিষ্ঠ হয়ে পুলিশ ও যানবাহন চালকরাও ক্ষোভ ঝাড়ছেন।

সিরাজগঞ্জ থেকে আসা মাছভর্তি পিকআপের চালক ফারুক মিয়া বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত এবং বৃষ্টির কারণে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। এরপর আবার মহাসড়কে চার লেনের কাজ শুরু হওয়ায় যান চলাচলে আরও বিঘ্ন ঘটছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, অপরিকল্পিত ভাবে মহাসড়কে চারলেন উন্নিতকরণের কাজ শুরু হওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তাছাড়া সকাল থেকে বৃষ্টি এবং মহাসড়কে খানাখন্দক থাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। বৃষ্টি থাকায় পুলিশ নিয়মিত কাজ করতে পারছেন না। তবে পুলিশ জট ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

(ওএস/এসপি/অক্টোবর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test