E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেন্ডারে অনিয়মের অভিযোগ

২০১৭ অক্টোবর ২০ ১৭:৪৫:০৭
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেন্ডারে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি : পলাশবাড়ীর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এর ২০১৭ -১৮ অর্থ বছরে পথ্যের সরবরাহে টেন্ডার মাধ্যমে দরপত্র আহবান করা হয়। এ দরপত্র মোতাবেক ৮ জন দরদাতা টেন্ডার দাখিল করলে যাচাই বাছাইয়ে সর্বোচ্চ দরদাতা হিসাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দরদাতা হিসাবে একই ব্যক্তি নির্বাচিত হওয়ায় অপর দরপত্র ক্রয়কারী অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর আবেদনের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিম গ্রহন করে জেলা সিভিল সার্জন অফিস সে অনুযায়ী বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তদন্ত কার্যক্রম শুরু করে তদন্তকারী টিম।

দরপত্র আহবানকারী বোর্ড এ দরদাতাদের নির্বাচনে কৌশলে নিয়মে পরিনত করার অভিযোগ উঠেছে।
একই ব্যক্তি ৩ টি লাইসেন্সের মাধ্যমে পথ্যের সরবারাহে দরদাতা নির্বাচনে কৌশলে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় দরদাতা মনোনীত হওয়ায় অভিযোগ করে পলাশবাড়ীর কালিবাড়ী বাজারের মের্সাস রাকিব ট্রেডাস ।
জেলা মার্কেটিং অফিসের দর অনুযায়ী পথ্যের ৩৮ পন্যের বাজার মুল্য সঠিক করে প্রথম দরদাতা হিসাবে সিয়াম এন্টারপ্রাইজ, ৩৭ টি পন্যের মুল সঠিক দরদাতা হিসাবে দ্বিতীয় হন স্বর্না এন্টারপ্রাইজ,৩৬ টি পথ্যের মুল সঠিক দর দিয়ে নজরুল ইসলাম এন্টারপ্রাইজ তৃতীয় দরদাতা হিসাবে নির্বাচিত হয়।

এ তিনটি সিডিউল সংশিøষ্ট প্রতিষ্ঠান গুলো ক্রয় করে নাই বলে দাবী করেন মের্সাস রাকিব ট্রেডাস ।
এবিষয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তদন্তকারী কর্মকর্তাগণ তদন্ত কার্যক্রম অব্যহত রেখেছেন।
তদন্তকালিন সময়ে দেখা যায়,তদন্তকারী কর্মকর্তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচএ ডাঃ ওয়াজেদ মিয়ার রুমে বসে তদন্ত কার্যক্রম পরিচালনার সময় অভিযোগকারী ও অভিযুক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাউকে উপস্থিত হতে দেখা যায়নি।

এবিষয়ে তদন্তটিমের কাছে জানতে চাইলে তদন্ত টিমের সভাপতি সাদুলাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু আহম্মদ আল মামুন জানান,আমরা তদন্ত কার্যক্রমের শুরুতে সকলকে পত্র মারফত জানিয়েছি। হয়তো বা কোন কারণ বসত পত্রটি পৌছায়নি তবে পরবর্তীতে আবারো অভিযুক্ত ও অভিযোগকারিদের বক্তব্য নেওয়া হবে। অভিযোগের সত্যতা আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,তদন্ত শেষে তদন্ত রিপোর্ট প্রকাশের পর এ বিষয়ে পরিস্কার হওয়া যাবে।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজাহান শেখ জানান, পথ্য সরবরাহের দরপত্র নির্বাচনে কৌশল গ্রহন করে নিয়মে পরিণতকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।


(এসআইআর/এসপি/অক্টোবর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test