E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ডাকাত সন্দেহে ৬ যুবক আটক

২০১৪ জুলাই ০১ ১৩:৩৯:৩৮
রায়পুরে ডাকাত সন্দেহে ৬ যুবক আটক

লক্ষ্মীপুরপ্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাত সন্দেহে অস্ত্রসহ ছয় যুবককে আটক করেন থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের ইউসুফ হাজির বাড়ির বাহারের ঘর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, হকষ্টিক, রামদা, চারটি মোবাইল ও নগদটাকাসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকৃতরা হলো, বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে দেলোয়ার (২২), এইক গ্রামের মো. আহছান উল্যা ছেলে মিন্টু প্রকাশ লিটন (৪৫), কাঞ্চপুর গ্রামের মৃত- ইয়াহিয়া খাঁনের ছেলে পারভেজ (২২), একই গ্রামের কবির আহম্মেদের ছেলে মো. সোহাগ (২৭), দেনায়েতপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে টিপু সুলতান (২৭) ও সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাহাবুব আলমের ছেলে রেদওয়ানুল আলম সাজ্জাদ (২০)। এসময় ডাকাত সর্দার বাহার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাসার ও এএসআই মামুন সঙ্গিও র্ফোস নিয়ে সোমবার রাত ১ টার দিকে শিবপুর গ্রামের ইউসুফ হাজিবাড়ীর বাহারের ঘর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে অস্ত্রসহ আটক করা করে। এসময় বাহার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এঘটনায় এএসআই মামুন বাদি হয়ে পলাতক বাহারসহ আটক ছয় জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা করা হয়েছে।

পুলিশ হেফাজতে আটক- ছয় যুবক বলেন, তারা বিশ্বকাপের খেলা দেখতে যুবলীগ নেতা বাহারের বাড়িতে অবস্থান করছিলেন। এসময় পুলিশ তাদেরকে ডাকাত সন্দেহে আটক করে।

রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আখন্দ বলেন, আটকৃত ছয় ডাকাতকে ডাকাতি প্রস্ততি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতক বাহারসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এমআরএস/জেএ/জুলাই ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test