E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নভেম্বরে রূপপুর প্রকল্পের পারমাণবিক চুল্লির কাজের উদ্বোধন

২০১৭ অক্টোবর ২২ ১৮:২৩:৪৯
নভেম্বরে রূপপুর প্রকল্পের পারমাণবিক চুল্লির কাজের উদ্বোধন




ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নভেম্বরের প্রথমার্ধে ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেছেন সরকারের ২ মন্ত্রী ও প্রধামনমন্ত্রীর মূখ্য সমন্বয়কসহ কয়েকজন প্রকল্প সংশ্লিষ্ট সচিব ও অন্যান্য কর্তাব্যক্তি।

রবিবার সকালে ঢাকা হতে হেলিকপ্টারযোগে সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল রূপপুরে হেলিপ্যাডে অবতরণ করেন। রূপপুর ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ড. ইয়াফেস ওসমান এর সভাপতিত্বে প্রকল্পের পারমাণবিক চুল্লি বসানোর কাজের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এসময় ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী শামসুর রহমান শরীফএমপি উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ছাড়াও অন্যান্য সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, ভূমি সচিব আব্দুল জলিল, বিদ্যুত বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার হেসেন, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেন।

এছাড়া গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবি), বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজশাহীর বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সভা শেষে সরকারের উল্লেখিত মন্ত্রী, সচিব ও অন্যান্য কর্মকর্তারা প্রকল্প এলাকা ঘুরে ফিরে দেখেন। এসময় প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর উদ্বোধনের নিমিত্তে সম্পাদিত সকল কাজের অগ্রগতির ব্যাখ্যা প্রদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারমাণবিক চুল্লি বসানোর অর্থাৎ ফাষ্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন করবেন বলে ইতোমধ্যেই সম্মতি জ্ঞাপন করেছেন বলে প্রকল্পের কর্মকর্তা ড. সৌকত আকবর ইত্তেফাককে নিশ্চিত করেন।

তিনি জানান, ইতোমধ্যেই পারমাণবিক চুল্লি বসানোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে। এই উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়া ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।

তিনি আরো জানান, এরমধ্যে আমন্ত্রণও জানানো হয়েছে। দুই দেশের প্রতিনিধিদের আগমনের তারিখ পাওয়া গেলে নভেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের চুড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। আর্ন্তজাতিক আণবিক শক্তি কমিশনের রীতি অনুযায়ী এই উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রবেশ করবে।

(এসকেকে/এসপি/অক্টোবর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test