E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাছের মাধ্যমে কেন্দুয়ায় স্মরনীয় হয়ে থাকবেন মুশফিকুর রহমান

২০১৭ অক্টোবর ২৩ ১৫:৫৩:৪২
গাছের মাধ্যমে কেন্দুয়ায় স্মরনীয় হয়ে থাকবেন মুশফিকুর রহমান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি দেয় অক্সিজেন, দেয় সুশীতল ছায়া, তাছাড়া একটি গাছ কালের সাক্ষী হয়ে থাকে অনেক অনেক বছর। এমনও নজির আছে দেড়শ থেকে দুইশ বছর পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে একটি গাছ।

চলতি বছরের গত ১২ অক্টোবর কেন্দুয়া সায়মা শাহজাহান একাডেমী ভবন প্রাঙ্গনে একটি আমলকি গাছের চারা রোপন করেন, নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমান। ওই দিন তিনি কেন্দুয়ায় অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কেন্দুয়া জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমানের সারাদিন ছিল খুবই ব্যস্ত। এরপরও হয়তোবা কোনটিই স্মৃতিতে অম্লান থাকবে না। থাকবে শুধু এই গাছটি রোপন করার স্মৃতি।

এই গাছের চারাটি রোপন করার সময় তাকে সহযোগীতা করেন, কেন্দুয়া প্রেসক্লাবের তিন বারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংসাদিক দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সমরেন্দ্র বিশ্বশর্মা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো: শহীদুল ইসলাম ভূঞা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন সরকার রয়েলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সুধীবৃন্দ। জেলা প্রশাসকের রোপন করা এই গাছটি যদি বাঁচিঁয়ে রাখা যায়, তাহলে যতদিন এই গাছটি বেঁচে থাকবে, ততদিন জেলা প্রশাসক ড. মো: মুশফিকুর রহমানকে স্মরনীয় করে রাখবে এই গাছটি।

এ প্রসঙ্গে সুধীজনের দাবী বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের হাতে রোপন করা এই আমলকি গাছটিকে পরম মমতায় ও যত্নসহকারে পরিচর্যা দিয়ে বাঁচিয়ে রাখেন, তবে এই গাছটি একদিকে যেমন আমাদের সামগ্রীক উপকারে আসবে, তেমনি কালের সাক্ষী হয়ে থাকবে বছরের পর বছর।

(এসবি/এসপি/অক্টোবর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test