E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়ম

গ্রেফতারি পরোয়ানা নিয়ে পরিষদের কার্যক্রম চালাচ্ছেন চেয়ারম্যান রশীদ গাইন

২০১৭ অক্টোবর ২৪ ১৫:৫১:৫১
গ্রেফতারি পরোয়ানা নিয়ে পরিষদের কার্যক্রম চালাচ্ছেন চেয়ারম্যান রশীদ গাইন

সাতক্ষীরা প্রতিনিধি : ১০ টাকা কেজি দরের চাল বিতরণের অভিযোগে দু’দকের দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুর রশীদ গাইন। সোমবার তিনি পরিষদে উপস্থিত থেকে ভিজিডি কার্ডের চাল বিতরণ করলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না।

এদিকে পুলিশ আসামী না ধরলেও তাদের কাছ থেকে আগামি ২৮ ফেব্র“য়ারি কালিগঞ্জ থানায় কমিউনিটি পুলিশিং কমিটির সভার নামে দু’দকের ওই মামলার আসামীদের কাছ থেকে টাকা আদায় করে যাচ্ছে বলে অভিযোগ।

ঘটনার বিবরনে জানা যায়, ২০১৬-২০১৭ অর্থ বছরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ৩নং চম্পাফুল ইউনিয়নে হত দরিদ্রদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি হারে (পরিবার প্রতি) চাল বিতরন নীতিমালার আওতায় ওই ইউনিয়নের চেয়ারম্যান, ছয়জন ইউপি সদস্য ও তিনজন সংরক্ষিত নারী ইউপি সদস্য পরষ্পর যোগসাজসে গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে নিয়মবহির্ভুতভাবে ব্যবসায়ি, চাকুরিজীবী, ধনী এমন ৪৬জন আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিকে তালিকাভুক্ত করে ৪১ হাজার ৪০০ টাকা মূল্যের চার হাজার ১৪০ কেজি চাল আত্মসাৎ করেন বলে গত ২৩ অক্টোবর ইউপি সদস্য আবুল কালাম আজাদের অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত করে সত্যতা পায়। এ ঘটনায় দূর্ণীতি দমন কমিশন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক রাজ কুমার সাহা বাদি হয়ে গত ১৪ জুন কালিগঞ্জ থানায় এক মামলা(১৯নং) দায়ের করেন।

এদিকে গত ১০ জুলাই মামলার ১০ জন আসামী মহামান্য হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন নিলেও ২৪ আগষ্ট সুপ্রিম কোর্টের এপিলেড ডিভিশনে জামিন আদেশের উপর স্থগিতাদেশ দিয়ে মামলা নিষ্পত্তি করা হয়। উচ্চ আদালতের নির্দেশে আসামীরা নিম্ন আদালতে হাজির না হওয়ায় গত ৩ অক্টোবর সাতক্ষীরার আমলী আদালত-২ এর বিচারক রাজীব রায় তাদের জামিন বাতিল করে চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য গোলাম কাইয়ুম, আব্দুর রশিদ গাইন, মোঃ আবু বক্কর গাইন, মোঃ আব্দুস সাত্তার খান, মোঃ আবু বক্কর, ঠাকুর দাস সরকার, সংরক্ষিত মহিলা সদস্য রাধা রানী অধিকারী, রাফেজা খাতুন ও শ্যামলী রানী সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন। গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র ইতিমধ্যেই আদালত থেকে থানায় পৌঁছায়। বিষয়টি জানতে পেরে গত ১০ অক্টোবর চেয়ারম্যান মোজাম্মেল হক পরিষদের দায়িত্ব প্যানেল চেয়ারম্যান গ্রেফতারি পরোয়ানার আসামী আব্দুর রশীদ গাইনের উপর ন্যস্ত করেন।

সোমবার সকাল ১১টায় চম্পাফুল ইউনিয়ন পরিষদে যেয়ে দেখা গেছে প্যানেল চেয়ারম্যান আব্দুর রশীদ গাইন ভিজিডি কার্ডের মাল বিতরণে তদারকি করছেন। তার সঙ্গে রয়েছেন ২নং ইউপি সদস্য সাইলুজ্জামান খান, ৯নং ইউপি সদস্য আব্দুল গণি ও সচিব মোঃ মনিরুজামান। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আব্দুর রশীদ গাইন তড়িঘড়ি করে পরিষদ ত্যাগ করেন। পরিষদ সচীবসহ দু’ ইউপি সদস্য এ প্রতিবেদককে জানান, ২৩৭টি ভিজিডি কার্ডে চাল ( কার্ড প্রতি ৩০ কেজি করে)দেওয়া হচ্ছে। প্যানেল চেয়ারম্যান অসুস্থ বলে চলে গেছেন।

এদিকে গ্রেফতারি পরোয়ানা থাকা দু’ ইউপি সদস্য এ প্রতিবেদককে জানান, পুলিশের ভয়ে তারা এলাকায় থাকলেও রয়েছেন সতর্কতার সঙ্গে। সোমবার সকাল সাড় ১০টার দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রকাশ ঘোষ ও সহকারি উপপরিদর্শক আবু জাফর উজিরপুর বাজারে এসে তাদেরকে ফোন করে অবস্থান জানতে চান। তারা সঠিক অবস্থানের বিষয়টি এড়িয়ে যাওয়ায় আগামি ২৮ অক্টোবর থানায় পুলিশিং কমিটির সভার জন্য ওসি স্যার তাদের কাছে পাঠিয়েছেন বলে জানালে বিশেষ ব্যবস্থায় তা দেওয়া হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় গ্রেফতারি পরোয়ানার অনেক আসামী এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে জানান তারা।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হকের সঙ্গে সোমবার সন্ধ্যায় তার সরকারি নম্বরে রিং করলেও তিনি রিসিভ করেননি।

(আরকে/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test