E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ

২০১৭ অক্টোবর ২৪ ১৬:৪৯:১৩
ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার সিরাজিদখান উপজেলার ধলেশ্বরী নদীতে অবৈধ ভাবে বাঁশের তৈরি বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় লোকজন। এতে ওই এলাকায় মাছ ধরতে না পারায় স্থানীয জেলেদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় ধলেশ্বরী নদীতে রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুদ্দিন শেখ সরকারি নীতিমালা ভঙ্গ করে ধলেশ্বরী নদীতে বাঁশ দিয়ে জনসাধারণের নৌ-চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এ সংযোগস্থলের দুই পাশে বাঁশ ও জাল দিয়ে তৈরি বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এছাড়া ওই স্থান দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারছে না ।

রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী বলেন,‘তারা অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছে আমার পরিষদ থেকে কোন অনুমতি নেয়নি।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নাসির উদ্দিন বলেন, ‘নৌচলাচলে ব্যাঘাত করে জাল দিয়ে আটকিয়ে মাছ চাষ করার কোনো সুযোগ নেই। ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে নদীতে প্রতিবন্ধকতা বা বাঁধ দিয়ে মাছ চাষ না করার নির্দেশ আছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম বলেন, ‘এ কাজটি সম্পূর্ণভাবে বেআইনি। তাই জরুরি ভিত্তিতে অভিযান চালিযয়ে এ বাঁধের অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

মাছ চাষী নুরুউদ্দিন শেখ জানান,‘গত বছর অনুমতি নিয়েছিলাম এ বছর আমি কোন অনুমোদন নেই নাই ’


(এসডিআর/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)


পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test