E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ : ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল  

২০১৭ অক্টোবর ২৪ ১৮:০৪:১৩
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ : ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল  

সিরাজগঞ্জ প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ টূর্ণামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে সিরাজগঞ্জ জেলা দল জয়পুরহাট জেলা দলের সাথে ৩-১ গোলে জয় লাভ করে ফাইনালে উঠেছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ষ্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক গোল্ডকাপ আসরের সিরাজগঞ্জ দলের সহকারী ম্যানেজার মোঃ জাকির হোসেন প্রতিবেদককে তথ্য নিশ্চিত করে বলেন।

দেশী বিদেশী এবং জেলার অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গঠিত সিরাজগঞ্জ জেলা ফুটবল দল। প্রথমার্ধেই সিরাজগঞ্জ ২-০ গোলে এগিয়ে থাকে। প্রথম গোলটি করেন বিদেশেী খেলোয়াড় রিচার্ট এবং দ্বিতীয় গোল করেন দলের তরুন খেলোয়াড় সুজন। দ্বিতীয়ার্ধে খেলায় জয়পুহাট জেলা দল এক গোল করে ব্যবধান কমায়। খেলা শেষ মহুর্তে সিরাজগঞ্জের বিদেশী খেলোয়াড় ইউরোপিয়ান তৃতীয় গোল করে। খেলা শেষে বিজয় উৎসব করে সিরাজগঞ্জ জেলা দল মাঠ ত্যাগ করেন। আজকের সেমিফাইনাল খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন সিরাজগঞ্জ দলের বিদেশী খেলোয়াড় রিচার্ট।

সিরাজগঞ্জ জেলার অধিনায়ক দলের সিনিয়র খেলোয়াড় নির্ভরযোগ্য ডিফেন্ডার স্বপন আহমেদ জানান আজকের সেমিফাইনাল খেলায় প্রতিটি খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে এই পরিশ্রমের কারনে আমরা জয় লাভ করতে সক্ষম হয়েছি। এজন্য অধিনায়ক হিসেবে দলের সকল খেলোয়াড় কে ধন্যবাদ জানাই। ফাইনাল খেলার জন্য আগামী ২৭অক্টোবর স্বাগতিক চুয়াডাঙ্গার সাথে তাই সকল খেলোয়াড় কে সিরাজগঞ্জ জেলা দলকে চ্যাম্পিয়ন করার জন্য আরো কঠোর প্রস্তুতি গ্রহনের আহবান করছি ।

জেলা ফুটবল দলের দায়ীত্বপ্রাপ্ত অভিজ্ঞ কোচ রেজাউল করিম খোকন জানান পরপর তৃতীয় জয়ের করন হিসেবে বলেন আমার দলের অভিজ্ঞ এবং কিছু উদীয়মান তরুন খেলোয়াড় ঠান্ডা মাথায় অনেক ভাল খেলা উপহার দিয়েছে বিশেষ করে স্বপন, সুজন, সৈকত, পিয়ার, রব্বানি, নাজিম, সাব্বির, এলহাম ,কল্লোল সহ সকলেই দায়ীত্ব নিয়ে দারুন খেলেছেন । তাই আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । অতঃপর সকলের সফলতা কামনা করছি। তিনি আরো বলেন স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দলের সাথে ফাইনাল খেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহনের মধ্যদিয়ে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল সেমিফাইনালে জয় লাভ করে ফাইনালে উঠায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইরতিজা আহসান দলের কোচ , ম্যানেজার এবং সকল খেলোয়াড় কে অভিনন্দন জানান।

(এমএসএম/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test