E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পূর্বধলার সামগ্রিক উন্নয়নের অপর নাম বেলাল

২০১৭ অক্টোবর ২৫ ১৯:২০:৪৪
পূর্বধলার সামগ্রিক উন্নয়নের অপর নাম বেলাল

সমরেন্দ্র বিশ্বশর্মা, নেত্রকোণা : মহান মুক্তিযুদ্ধের চেতনা  ও প্রগতির চাকাকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে অত্যন্ত দৃঢ়চেতা, ভদ্র, বিনয়ী, সৎসাহসের অধিকারী ওয়ারেসাত হোসেন বেলাল। যিনি নিজের জীবন বাজি রেখে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, যার বীরত্বের খেতাব হিসাবে বীরপ্রতীক উপাধিতে ভূষিত হয়েছেন, সেই ওয়ারেসাত হোসেন বেলাল  দিন-রাত স্বপ্ন দেখেন পূর্বধলার সামগ্রিক উন্নয়ন নিয়ে।

যে জন্যে পূর্বধলার সকল শ্রেনী পেশার মানুষ পূর্বধলার সামগ্রিক উন্নয়নের অপর নাম ওয়ারেসাত হোসেন বেলালকে দাবী করেন। ঐতিহাসিক রেসর্কোস ময়দানে ৭ই মার্চের দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনে উদ্দীবিত হয়ে যে পরিবারে সব ভাইয়েরা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মরনপণ মুক্তির সংগ্রামে, সেই ঐতিহাসিক পরিবারের সদস্য বেলাল।

সকল শ্রেণি প্রেশার মানুষের কল্যাণ ও এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠানসহ সামগ্রীক উন্নয়নের চিন্তা যাকে সবসময় তাদিগ দেয়, যিনি সৎ,সাহসী, নির্ভীক এবং অনিয়ম, দুনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবসময় সকলকে উজ্জীবত করছেন, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছেন তিনি ওয়ারেসাত হোসেন বেলাল এমপি।

১৯৯৬ সালে তিনি সংসদ সদস্য না হয়েও পূর্বধলা ধোবাউড়ার উন্নয়নের হাল ছাড়েন নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবার এসেছিলেন তার নির্বাচনী এলাকায়। ২০০৮ সাল থেকে পরপর দুই বার জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল। এলাকার শতশত তৃণমূণ পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন পূর্বধলার উন্নয়নে বেলালের বিকল্প বেলাল।

মহান মুক্তিযুদ্ধের চেতনা সকল মানুষকে জাগ্রত করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এর প্রতিক্রিয়ায় ওয়ারেসাত হোসেন বেলাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনার আমার পথপ্রদর্শক, নৌকার আমার প্রতীক এবং পূর্বধলার মাটি ও মানুষ আমার মায়ের প্রতিচ্ছবি।

তিনি বলেন, পূর্বধলার উন্নয়নে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকৃপন ভাবে যে সহযোগীতা করেছেন সে জন্যে আমি ও আমার পরিবারসহ পূর্বধলার সকল মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আমার পূর্বধলার সকলেই এই স্বপ্ন দেখি যাতে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর আসনে বসেন।

(এসবি/এসপি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test