E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুর-শ্যামগঞ্জ দুই লেন মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

২০১৭ অক্টোবর ২৫ ১৯:২৭:২১
দুর্গাপুর-শ্যামগঞ্জ দুই লেন মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বিরিশিরি কালচারাল একাডেমির সন্মুখে দুর্গাপুর - শ্যামগঞ্জ দুই লেনের মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।

বুধবার বাংলাদেশ আওয়ামীলীগ দুর্গাপুর উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ,সড়ক ও জনপথ বিভাগ এর বাস্তবায়নে, জাতীয় মহাসড়ক উন্নতিকরণ প্যাকেজ-০৫ নির্মাণ কাজের অধীনে ৩১৬ কোটি টাকা ব্যায়ে কাজের শভ সূচনা ঘটল।

একাডেমির সন্মুখে বিভাষ রঞ্জন সরকার ও মোঃ হারুন অর রশীদ এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ এর সভপতিত্বে এক বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তেব্যে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস বলেন ,এ এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবং একমাত্র দুই উপজেলার রাজধানীর সাথে সড়ক যোগযোগের এই রাস্তাটি দীর্ঘদিন পরে হলেও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় আজ দুই লেনের এই মহাসড়টি‘র কাজ উদ্বোধন হল।

এলাকাবাসীর দাবী নিদৃষ্ট সময়ের মাঝেই জেনো নিয়ম মাফিক ঠিকাদার এ কাজটি সম্পন্ন করতে পারেন। আমিও এলাকাবাসীর সাথে একমত পোষন করি।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মেয়র মাওঃ মোঃ আব্দুস ছালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ দিদারুল আলম তরফদার, যুবলীগ সভাপতি মোঃ আঃ হান্নান প্রমূখ।

(এনএস/এসপি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test