E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় ড্রাইভারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

২০১৭ অক্টোবর ২৬ ২১:২৭:৫৩
লোহাগড়ায় ড্রাইভারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় অক্সিজেন সরবরাহে সমস্যার কারণে বিপ্লব শেখ নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় জনতা অ্যাম্বুলেন্সটি ঘেরাও করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। এঘটনায়  দায়িত্বে অবহেলার অভিযোগে এম্বুলেন্সের ড্রাইভারকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, লোহাগড়ার সিংগা গ্রামের ফয়জুল্লা শেখের ছেলে বিপ্লব শেখ(৩৫) গত বুধবার ( ২৫ অক্টোবর) রাত ১০টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। রোগীর অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র চিকিৎসার পরামর্শ দেয়া হয়। পরের দিন বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে রোগীকে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স নেওয়ার পথে চৌগাছা নামক স্থানে পৌঁছালে এম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওই সময় রোগীর আত্মীয় স্বজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ড্রাইভার মোঃ খাইরুল ইসলামকে ফোন করলে সে সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে সহযোগি রফিকুলকে চালাতে দিয়ে অন্যত্র চলে যায়।

রফিকুল প্রাইভেট অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন ছাড়াই রোগীকে সরকারি এম্বুলেন্সে প্রবেশের চেষ্টা করে। কিন্তু বিধি বাম। সরকারি এম্বুলেন্সের পেছনের দরজা(ডালা) খুলতে না পারায় পাশের জানালা দিয়ে রোগীকে টেনে-হিচড়ে অ্যাম্বুলেন্স ঢোকানোর পর রোগীকে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হয়। কিন্তু সরকারি ড্রাইভারের সহযোগি রফিকুল ঠিকমত সিলিন্ডার থেকে রোগীকে অক্সিজেন সরবরাহ করতে পারেনি। ওই সময় অ্যাম্বুলেন্সেই বিপ্লব শেখের মৃত্য হয়।

উত্তেজিত লোকজন হেলপারসহ অ্যাম্বুলেন্সটি অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ প্রায় দেড় ঘন্টা পর ড্রাইভার খায়রুলকে সাথে করে ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বিপ্লব শেখের ভাই পান্নু শেখ, আত্মীয় মশিয়ার সিকদার, সোনামিয়া সিকদার সহ অনেকে অভিযোগ করেন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ড্রাইভার মোঃ খাইরুল ইসলাম নিজে গাড়ি না চালিয়ে তার সহযোগি রফিকুলকে দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে এনেছিল। রফিকুল রোগীকে অক্সিজেন সরবরাহে ব্যার্থতার কারণে রোগীর মৃত্য হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টি,এইচ,এ) ডাঃ লুৎফুন নাহার বলেন, আবাসিক মেডিকেল অফিসারের অনুমতি ব্যতিরেকে সরকারি এম্বুলেন্স নিয়ে বাহিরে গমন এবং কারন বশতঃ স্থানীয় জনতা কর্তৃক এম্বুলেন্সটি হাসপাতালে আনতে বাধা প্রদান ও ঘটনাস্থল চৌগাছা থেকে অ্যাম্বুলেন্স ফেলে রেখে নিজে চলে আসার অভিযোগে ড্রাইভার মোঃ খাইরুল ইসলামকে কৈফিয়ত তলব(শোকজ) করা হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ড্রাইভার মোঃ খাইরুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেনি।

(আরএম/অ/অক্টোবর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test