E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে বিল-নদীতে সোঁতিবাঁধ অপসারণ

২০১৭ অক্টোবর ৩১ ১৯:৩৯:৩৮
চাটমোহরে বিল-নদীতে সোঁতিবাঁধ অপসারণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও গুমানী নদীর বিভিন্ন স্থানে মঙ্গলবার মাছ ধরার জন্য অবৈধভাবে স্থাপিত বাঁশের বেড়া ও সোঁতি জাল অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত। এ সকল বাঁধের কারণে পানি প্রবাহ চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছিল। রবিশস্য আবাদ নিয়ে শংকিত ছিলো কৃষক। 

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত উপজেলার ছাইকোলা,হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন বিল ও গুমানী নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান চাটমোহর থানা পুলিশ, আনসার সদস্য ও ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান,উপজেলার ছাইকোলা, হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিল ও গুমানী নদীর ধর্মগাছা,ছাওয়ালদহ,কাটা গাংসহ বিভিন্ন স্থানে স্থাপিত ৭টি অবৈধ সোঁতি জাল ও বাঁশের বেড়াসহ সকল স্থাপনা অপসারণ করা হয়েছে। জাল কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ২৩ অক্টোবর অবৈধভাবে স্থাপিত ৯টি বাঁশের বেড়া ও সোঁতি জাল অপসারণ করা হয়। এই বাঁধ ও সোঁতিজালের কারণে বিলের পানি নামতে বাধাগ্রস্থ হচ্ছিল। রবিশস্য আবাদ ব্যাহত হবার আশংকা করছিলো কৃষক। তাছাড়া মাছ নিধনে মেতে উঠেছিলো প্রভাবশালীরা। ফলে অভিযান চালানো হয়।

প্রসঙ্গত, চাটমোহর উপজেলার গুমানী ও চিকনাই নদীর বিভিন্ন পয়েন্টে এবং হান্ডিয়াল কাটাজোলাসহ বিলের বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তিরা বাঁশের বেড়া ও সোঁতি বাঁধ স্থাপন করে মৎস্য নিধনে মেতে ওঠে। একারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ায় আগামী রবিশস্য আবাস নিয়ে দুঃচিন্তায় পড়েন চলনবিল অঞ্চলের চাষীরা।


(এসএইচএম/এসপি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test