E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণ

২০১৭ অক্টোবর ৩১ ১৯:৪১:২৯
চাটমোহরে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার কৃষি প্রণোদনার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক বিভুতি ভুষণ সরকার। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার হাসান রশিদ হোসাইনী,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, মোঃ মকবুল হোসেন, মোঃ নজরুল ইসলাম, কামরুজ্জামান খোকন, হানিফ উদ্দিন, আ’লীগ নেতা জুয়েল মির্জা, সাংবাদিক সম্পাদক হেলালুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২ হাজার ৪১৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২১ লাখ ৯৭ হাজার ৭০২ টাকা মুল্যের ভুট্টা, সরিষা, খেসারী, বিটিবেগুন, মুগ ও তিল ফসলের বীজ এবং প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।


(এসএইচএম/এসপি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test