E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বিনামূল্যে সার বীজ পেলেন ২৩০ কৃষক

২০১৭ অক্টোবর ৩১ ১৯:৫৮:৩৮
কেন্দুয়ায় বিনামূল্যে সার বীজ পেলেন ২৩০ কৃষক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২শ ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত সরিষা, ভুট্টা, টিএফপি ও এমপি সার কৃষি বিভাগের উদ্যোগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কৃষকদের  হাতে তুলে দেয়া হয়।

সকাল ১১ টায় কৃষকদের হাতে সার ও জীব তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলামও কৃষকদের হাতে এসব সার ও বীজ তুলে দেন। বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকরা খুবই খুশি।

(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test