E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহর-মান্নাননগর সড়কের বেহাল দশা

২০১৭ নভেম্বর ০২ ১৬:৪৬:৫২
চাটমোহর-মান্নাননগর সড়কের বেহাল দশা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : নির্মাণ কাজ শেষ হবার পর বছর ঘুরতে না ঘুরতেই চাটমোহর-মান্নাননগর সড়ক খানাখন্দকে ভরে গেছে। দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি এখনও উদ্বোধন করা হয়নি। এ সড়কে ঝুঁকি নিয়ে ট্রাক বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মঙ্গলবার সকালে দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে মা-মেয়ে। তারা এখন হাসপাতালে।

জানা গেছে,বছর খানেক পূর্বে সড়কটির নির্মাণ কাজ শেষ করে পাবনার ঠিকাদারী প্রতিষ্ঠান ধ্রুব কন্সট্রাকশনস। ত্রুটি পূর্ণ নির্মাণ কাজ করায় নির্মাণ শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যেতে থাকে। দুই পাশের অনেক স্থানের গাইড ওয়ালও ভেঙ্গে গেছে। অসংখ্য স্থানে ভেঙ্গে চুরে দেবে গেছে।

নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর এলাকায় গত সোমবার খড়ি বোঝাই একটি ট্রাক দেবে গেলে যানবাহন চলাচল ব্যহত হয়। এমন ঘটনা ঘটছে প্রায়শই। দেবে যাওয়া ট্রাকের (যশোর ১১-২৩৮১) হেল্পার জাকির হোসেন জানান, নাটোরের রাজ্জাক মোড় থেকে খড়ি বোঝাই দিয়ে চাটমোহরে যাবার সময় পাকা রাস্তাটি দেবে গর্ত হয়ে যায়। এ গর্ত থেকে ট্রাক তোলার চেষ্টা করলে এক্সেল ভেঙ্গে যায়।

এ ব্যাপারে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন জানান, রাস্তায় মাটি ফেলে লেয়ার বাই লেয়ার রোলার করা হয়নি। ফলে এখন নিচের মাটি দেবে যাওয়ায় রাস্তা দেবে যাচ্ছে। কাজের সময় আমরা ভাল করে রোলার করতে বললেও আমাদের কথায় কর্নপাত না করে উল্টো আমাদের ভয় ভীতি দেখিয়েছে। নির্মাণ কাজ শেষ হবার পর এত দ্রুত রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়া দুঃখজনক।

এ ব্যাপারে সওজের পাবনা অফিসের এক্স ই এন সমীরণ রায় জানান, আমি মাত্র এক সপ্তাহ পূর্বে এখানে জয়েন করেছি। এ বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

(এসএইচএল/এসপি/নভেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test