E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

২০১৭ নভেম্বর ০২ ১৬:৫০:২৩
চাটমোহরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ সবিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয় আগামী ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত উপজেলার ৪৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ হাজার ১০৬ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এর মধ্যে ৪১ হাজার ৯৯৫ জন ছাত্র ও ৩৮ হাজার ৮১১ জন ছাত্রী।

সভায় বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার,বিএমএ পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন,ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন প্রমূখ। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের সার্বিক তথ্যাদি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার স ম বায়েজিদ।


(এসএইচএল/এসপি/নভেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test