E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালন

২০১৭ নভেম্বর ০৩ ২০:১৩:০১
মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে যথাযত মর্যাদায় জেল হত্যা দিবস পালন করেছে নবগঠিত জেলা আওয়ামীলীগ ।

দীর্ঘ ১১ বছর পর বিভক্তি আর অভ্যান্তরিণ কোন্দলের অবসান ঘটিয়ে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নবউদ্যামে নতুন কমিটি নিয়ে জেল হত্যা দিবস পালন করেছে। দিবসটি পালনে নবগঠিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার ৩ নভেম্বর বিকাল পাঁচটার দিকে শহরের পৌরসভা মিলনায়তনে জেলা আওয়াীলীগের উদ্যেগে জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে। নতুন কমিটি ঘোষনার পর এই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

নবগঠিত জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির জাতীয় পরিষদ সদস্য মো. ফিরোজ, সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, আজমল হোসেন, ভূপতিরঞ্জন চৌধুরী, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ।

এছাড়া ও জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব খান, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগরসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/পিএস/নভেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test